শেষ দেখা ⏰
আপনি কি জানেন আপনার পরিচিত কিংবা চেনা জানা অনেকের সাথে আপনার শেষ দেখা হয়ে গেছে। এমন অনেকের সাথেই আপনি দেখা করে ফেলেছেন যাদের সাথে আপনার জীবিত অবস্থায় কখনই দেখা হবে না আর ! পরে দেখা হবে বলেছেন তাদের মধ্যে অনেকের সাথে আপনার দেখা হবে পরকালে গিয়ে।
যে মানুষটার সাথে খুব অনায়াসে দুর্ব্যবহার করে হনহন করে হেঁটে চলে গেছেন, যে মানুষটাকে দেখা হলে ক্ষমা চাইবেন ভেবে ভেবে দিন, মাস, বছর পার করেছেন। হটাৎ শুনবেন মানুষটা স্ট্রোক করে মারা গেছে!
মানুষের জীবনের অনেক বড় ব্যাপার হল শেষ দেখা। তাই কারো সাথে অন্যায় করে থাকলে ক্ষমা চাইবেন ভেবে ভেবে সময় নষ্ট না করে ক্ষমা চেয়ে ফেলুন।
আরও পড়ুনঃ
❒ ফেসবুক তারুন্যের অপমান ও প্রযুক্তির অপব্যবহার
❒ একযুগ পেরিয়ে আইসিটি ওয়ার্ল্ড নিউজ
❒ প্রযুক্তির ভিড়ে হারিয়ে গেছে ঈদ কার্ডের পুরনো আমেজ
❒ ১২ নিয়ে বাড়াবাড়ি
মন থেকে ভালোবাসুন পুরনো বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন এমন আত্মীয় যাদের সাথে তেমন একটা দেখা সাক্ষাত হয় না। কখনো দেখা হলে বুকে জড়িয়ে নিয়ে তাদেরকে ভালোবাসুন, বলা যায় না এদের মধ্যে কার সাথে কখন শেষ দেখা হয়ে যায়.আসলে মানুষ দুনিয়াতে বাঁচে আর কয় দিন!!!!
❑ পাঠকের দৃষ্টি ও চশমা থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে ছোট গল্প