আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা জন্য এলো নতুন অ্যাপ । উদ্বেগে ভোগা শিশুদের সহায়তা করতে চালু হয়েছে নতুন একটি অ্যাপ। শিশুদের মনে যে যে বিষয়ে ভয় কাজ করে, ‘লুমি নোভা’ নামের এই অ্যাপটি সেগুলোকে জয় করতে সহায়তা করবে।
শৈশবকালীন উদ্বেগ কমাতে সহায়তার জন্য গেইমিংয়ের সঙ্গে জ্ঞানীয় আচরণগত থেরাপি বা ‘কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি’কে মিলিয়ে সমাধান এসেছে অ্যাপটি, যেটি চালু হয়েছে যুক্তরাজ্যের লিংকনশায়ার কাউন্টিতে।
এ অ্যাপটির মাধ্যমে নিজের পছন্দের বিভিন্ন গেইম খেলতে পারবে শিশুরা, যা ধীরে ধীরে তাদের ভয়কে প্রকাশ করবে ও সেগুলো কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
সাত থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য তৈরি বিনামূল্যের এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে ৮ জানুয়ারি বুধবার থেকে।
আরও পড়ুনঃ স্মার্টফোনের সেরা ৫টি ভয়ঙ্কর ভূতের গেম
লুমি নোভা অ্যাপটিকে ডিজাইন করেছে ডিজিটাল থেরাপির জন্য সামাজিক উদ্যোগমূলক সংগঠন ‘বিএফবি ল্যাবস’। এজন্য নানা পক্ষের সঙ্গে কথা বলেছেন তারা। এর মধ্যে রয়েছে শিশু, তাদের মা-বাবা, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস-এর চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এ গেইমটি চালু করতে একসঙ্গে কাজ করেছে ‘লিংকনশায়ার কাউন্টি কাউন্সিল’, ‘এনএইচএস লিংকনশায়ার ইন্টিগ্রেটেড কেয়ার বোর্ড’ ও ‘লিংকনশায়ার পার্টনারশিপ এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট’।
অ্যাপটিতে শিশুদের সার্চ হিস্ট্রি অনুসারে তাদের নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেদের আঁকা ও নিমগ্ন ভিডিও দেখার মতো বিষয় রয়েছে। এর ফলে তাদের ভয়কে বের করে আনা সম্ভব হবে।
আরও পড়ুনঃ
❒ ‘হ্যারি পটার কুইডিচ চ্যাম্পিয়নস’ মুক্তি পাচ্ছে সেপ্টেম্বরে
❒ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ আসবে ২০২৫ সালের শরতে
❒ শিশুদের বর্ণমালা ও শব্দ শেখাবে গেম
❒ মোবাইলের সেরা ৭ ক্রিকেট গেম
কোনও প্রেসক্রিপশন বা রেফারেন্সের প্রয়োজন ছাড়াই বিনামূল্যে পরিষেবাটি আপাতত কেবল ব্যবহার করতে পারবেন লিংকনশায়ারে বসবাসকারী বা স্কুলে পড়া শিশু ও তাদের পরিবার।
অ্যাপটির নির্মাতা মঞ্জুল রাঠি বলেছেন, “অ্যাপটি এমনভাবে আমরা তৈরি করেছি, যাতে শিশুরা নিজেদের মতো করে বাড়িতে স্বাচ্ছন্দ্যে বসে এটি ব্যবহার করতে পারে।”
লিংকনশায়ার কাউন্টির কাউন্সিলর প্যাট্রিসিয়া ব্র্যাডওয়েল বলেছেন, “শিশুদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।”
❑ অ্যান্ড্রয়েড গেইমস ও অ্যাপস থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ এ বছর গেইম দুনিয়ায় আসছে তিন চমক