আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: শিয়াওমার ই-কার এক চার্জে ১২০০ কিলোমিটার চলবে । ফার্স্ট অটো ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠান ছোট আকারের বৈদ্যুতিক গাড়ি এনেছে। যার মডেল শিয়াওমা। এই গাড়ি ফুল চার্জে ১২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হচ্ছে।
ফার্স্ট অটো ওয়ার্কস তাদের বেস্ট টিউন ব্র্যান্ডের অধীনে নতুন এই ইলেকট্রিক গাড়ি এনেছে। গাড়িরটির দাম পাঁচ লাখা টাকার কাছাকাছি।
এই শিয়াওমা বৈদ্যুতিক গাড়ি চীনের শাংহাই অটো শোতে প্রথম দেখানো নয়। এটির দুটো ভার্সন রয়েছে একটি হার্ডটপ আরেকটি কনভার্টিবেল। বর্তমানে হার্ডটপ ভার্সনটির বিক্রি চালু করেছে কোম্পানি। এমজি কমেটের মতোই বক্সি ডিজাইন রয়েছে চার চাকায়।
আরও পড়ুনঃ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগামী গাড়ি এলো
গাড়ির ভিতরে রয়েছে একটি ৭ ইঞ্চির ড্যাশবোর্ড ইউনিট। ডুয়াল টোন থিমে ডিজাইন করা এই ড্যাসবোর্ড দেখতে বেশ কিউট।
গাড়িতে দু ধরনের চেসিস পাওয়া যাবে – একটি ইভি এবং আরেকটি এক্সটেন্ডার। ইভি মোডে গাড়ির রেঞ্জ ফুল চার্জে ৮০০ কিলোমিটার এবং এক্সটেন্ডার ভার্সনে ১২০০ কিলোমিটার।
গাড়িতে রয়েছে ২০ ওয়াটের বৈদ্যুতিক মোটর। এই মাইক্রো ইভিতে মজুত লিথিয়াম আইরন ফসফেট ব্যাটারি ইউনিট। গাড়ির পাওয়ারট্রেন সংক্রান্ত এখনও তথ্য বিশদে জানায়নি সংস্থাটি। সুরক্ষার কথা যদি বলি তাহলে গাড়িতে মিলবে ড্রাইভার সাইড এয়ারব্যাগ। আকার আয়তনে খুবই ছোট গাড়িটি।
গাড়িটি লম্বায় ৩০০০ মিলিমিটার, চওড়ায় ১৫১০ মিলিমিটার এবং উচ্চতায় ১৬৩০ মিলিমিটার গাড়ির হুইলবেস ১৯৫৩ মিলিমিটার। শিগগিরই এই গাড়ি কেনার জন্য প্রি-বুকিং দেওয়া যাবে।
সূত্র: এবিপি নিউজ
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ই-কার এক চার্জে চলবে ৯০০ কিলোমিটার