আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: শাওমির নতুন টিভিতে কিউএলইডি ফোরকে ডিসপ্লে । নান্দনিক ভিজ্যুয়াল ও টিভি দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করতে অত্যাধুনিক প্রযুক্তির টিভি-এ-প্রো ২০২৫ উদ্ভাবন করেছে শাওমি।
ত্রিমাত্রিক বিনোদন উপভোগে অভিনব সময়োপযোগী স্মার্ট টিভি দর্শকদের দেবে দৃষ্টিন্দন ভিজ্যুয়াল। বিশেষ প্রযুক্তির সংমিশ্রণে প্রতিটি ফ্রেম পরিণত হবে উজ্জ্বলতা ও স্পষ্টতায়।
জানা গেছে, টিভির প্রধান আকর্ষণ মূলত অনন্য ডিজাইন ও প্রযুক্তি। সব ধরনের দর্শকের কথা বিবেচনা করেই মডেলের ডিজাইন করা। সিনেমাপ্রেমীর জন্য বাড়িতেই সিনেমা হলের অভিজ্ঞতা থেকে শুরু করে গেমিংয়ে মসৃণ ও ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। টিভির মূল বৈশিষ্ট্য নজরকাড়া কিউএলইডি ফোরকে রেজুলেশনের ডিসপ্লে।
অবিকল বাস্তবচিত্র দৃশ্য ফুটিয়ে তুলতে ৯৪ শতাংশ ডিসিআই-পি-থ্রি রঙের সংমিশ্রণ। ফলে প্রতিটি দৃশ্য ও শ্যাডো বিস্তারিত ও হাইলাইটের মতো ছোটখাটো সব বিষয় নিখুঁতভাবে ফুটবে। স্টাইলিশ ও স্লিম মেটালিক ফ্রেম টিভির ডিজাইনকে করেছে অনন্য। ভবিষ্যতের কথা বিবেচনা করে নির্মিত ব্র্যান্ডের টিভিতে রয়েছে গুগল টিভি ইন্টিগ্রেশন, যা বিনোদন জগৎকে দর্শকের কাছে পৌঁছে দেবে হাতের মুঠোয়।
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস ও অন্যসব অ্যাপে দ্রুতগতিতে নেভিগেটের প্রয়োজনে আছে কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র্যাম। ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোডে থাকছে ৮ জিবি রম, যা স্টোরেজ চাহিদা পূরণ করবে।
আরও পড়ুনঃ
❒ এলজি ৯৭ ইঞ্চির বড় স্ক্রিনের স্মার্ট টিভি আনলো
❒ বিরতি কাটিয়ে একসাথে ৪টি নতুন স্মার্ট টিভি লঞ্চ করল সনি
❒ শাওমির নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বাজারে
❒ শাওমি ১০০ ইঞ্চির ৪কে ডিসপ্লের স্মার্ট টিভি আনল
টিভিটি ৪৩, ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির চারটি মডেল পাওয়া যাচ্ছে। ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের কারণে দর্শক ব্লার-ফ্রিভাবে ত্রিমাত্রিক মুভি বা লাইভ স্পোর্টসকে বাস্তব আবহে উপভোগ করতে পারবেন। নির্মাতারা জানান, ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট, যা ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস ও শব্দের অভিজ্ঞতা দেবে।
স্মার্ট টিভির ফোরকে ডিসপ্লে আর ১০ ওয়াটের ডুয়াল স্পিকার হালকা শব্দ থেকে শুরু করে বিস্ফোরণের তীব্রতা বা যে কোনো মিউজিকের নোটকে সুস্পষ্ট ও শ্রুতিমধুর করে, যা দর্শকের বিনোদন সময়কে উপভোগ্য করতে বিশেষ সহায়ক।
❑ স্মার্ট টিভি থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ স্যামসাং ক্রিস্টাল ৪কে ডায়নামিক টিভি সোলারসেল রিমোটসহ লঞ্চ হল