আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: লেনোভো নিয়ে এলো এআই প্রযুক্তির ৫ মডেলের ল্যাপটপ । দেশের বাজারে লেনোভোর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির নতুন পাঁচ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘লেনোভো ৩৬০’ অনুষ্ঠানে থিঙ্কপ্যাড কার্বন, থিঙ্কপ্যাড পি১৪ জেন ৫, ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন), আইডিয়াপ্যাড ৫ ও লিজিয়ন ৫আই মডেলের ল্যাপটপগুলো উন্মুক্ত করা হয়।
ইয়োগা স্লিম ৭আই (অরা এডিশন) হচ্ছে লেনোভোর একটি প্রিমিয়াম ল্যাপটপ। ল্যাপটপটির মাধ্যমে পেশাজীবী, নির্মাতা ও প্রোগ্রামারদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও দ্রুত কাজ করতে পারবেন।
লিজিয়ন ৫আই মডেলের ল্যাপটপটিতে ১৪ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর ও এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিকস থাকায় সহজে গেমস খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ভিডিও স্ট্রিম করা যায়।
আরও পড়ুনঃ
❒ লেনোভো নতুন গেমিং ল্যাপটপ নিয়ে এলো বাজারে
❒ দেশের বাজারে লেনোভোর নতুন ল্যাপটপ
❒ স্যামসাং গ্যালাক্সি বুক ৪ আল্ট্রা ল্যাপটপে চমক আছে
❒ ইনফিনিক্স ইনবুক এক্স২ চমৎকার ডিজাইনের স্লিম ও হালকা ল্যাপটপ
লিজিয়ন ৫আই, যা একইসঙ্গে গেমিং এবং স্ট্রিমিংয়ের জন্য আদর্শ। ১৪ জেন ইন্টেল কোর প্রসেসর এবং এনভিডিয়া জি-ফোর্স আরটিএক্স ৪০ সিরিজ গ্রাফিক্স দ্বারা চালিত এই ডিভাইসটি গেমিং এবং একাডেমিক কাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।
লেনোভো এআই ইঞ্জিন+ এবং এলএ১ এআই চিপ ব্যবহার করে এটি আপনার গেমিং অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। লিজিয়ন কোল্ডফ্রন্ট হাইপার প্রযুক্তি ডিভাইসকে ঠান্ডা রাখে। লেনোভো পিওরসাইট গেমিং ডিসপ্লে এবং লিজিয়ন স্পেকট্রাম ৪-জোন আরজিবি লাইটিং সহ লিজিয়ন ট্রুস্ট্রাইক কিবোর্ডে রয়েছে আরও অনেক বৈশিষ্ট্য।
❑ ল্যাপটপ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ লেনোভোর নতুন ল্যাপটপ পেশাদার এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য আদর্শ