আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে নিহত ২৭, আহত ১০৬ । লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দু’টি নেতৃস্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে। বুধবার ইমার্জেন্সি মেডিসিন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ত্রিপোলির পশ্চিমে জরুরি পরিষেবা প্রদানকারী ইমার্জেন্সি মেডিসিন সেন্টার রাতে তাদের ফেসবুক পেজে ‘প্রাথমিক’ এই হিসাব প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ পাকিস্তানের যেসব প্রধানমন্ত্রী জেলে গিয়েছিলেন
সোমবার প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড ও আল-রাদা (স্পেশাল ডিটারেন্স ফোর্স নামেও পরিচিত) নামে পরিচিত ২ আধা-সামরিক বাহিনীর মধ্যে ত্রিপোলিতে সংঘাত ছড়িয়ে পড়ে। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে।
এই ২ সশস্ত্র বাহিনী গত বছরের সংক্ষিপ্ত যুদ্ধের সময় অন্তর্বর্তীকালীন ন্যাশনাল ইউনিটি সরকারকে (জিএনইউ) সমর্থন দিয়েছিল।
সোমবার রাজধানীর মিতিগা বিমানবন্দ থেকে ৪৪৪ ব্রিগেডের কমান্ডার মাহমুদ হামজাকে আটক করে স্পেশাল ডিটারেন্স ফোর্স। পরবর্তী কয়েক ঘণ্টায় উভয় বাহিনী রাজধানীতে সেনা মোতায়েন করে এবং সন্ধ্যায় যুদ্ধ শুরু হয়, যা মঙ্গলবার দিনভর অব্যাহত ছিল। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বিকেলে জানান, ‘ত্রিপোলির পরিস্থিতি এখন শান্ত।’
প্রসঙ্গত, ২০১১ সালে ন্যাটোর পৃষ্ঠপোষকতায় বিপ্লব ও তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকে লিবিয়ায় শান্তি বা নিরাপত্তা নেই বললেই চলে। ২০১৪ সাল থেকে দেশটির পূর্ব ও পশ্চিম অংশের সশস্ত্র দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছে।
আরও পড়ুনঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোবাইল অ্যাপস ‘নিরাময়’