আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: রোবট মানুষকে উদ্ধারকাজে সহায়তা করতে সক্ষম । ভূমিকম্পের সময় ভবন ধসে পড়লে ভারী বস্তু সরিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ সময়ের প্রয়োজন হয়। ফলে ভেতরে আটকে পড়া ব্যক্তিদের প্রাণহানির আশঙ্কা বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় উদ্ধারকারী ব্যক্তিদের। উদ্ধারকাজে মানুষকে সহায়তা করতে সক্ষম বেশ কয়েকটি উদ্ধারকারী রোবটের দেখা মিলেছে ‘জাপান মোবিলিটি শো’তে। গত ২৫ অক্টোবর জাপানের টোকিওতে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত। উদ্ধারকারী রোবটগুলোর কার্যকারিতা দেখে নেওয়া যাক—
স্ট্রেচার রোবট
উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে স্ট্রেচারের আদলে তৈরি রোবটটি। অ্যাট্র্যাক্ল্যাবের তৈরি রোবটটিতে স্ট্রেচার থাকায় কারও সাহায্য ছাড়াই আহত বা অসুস্থ ব্যক্তিদের শুইয়ে নিরাপদ স্থানে নেওয়া যায়।
রোবট স্যুট
আরও পড়ুনঃ ১৬ অ্যাপ গোপনে ভাইরাস ছড়াচ্ছে
ধ্বংসস্তূপের ভেতরে থাকা ভারী বস্তু সহজেই তুলে সরিয়ে ফেলতে পারে এই রোবট স্যুট। ‘রোবট রাইড’–এর তৈরি রোবট স্যুটটি পরে যেকোনো ব্যক্তি চাইলেই রোবট বাহু ব্যবহার করে ভারী বস্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন।
বিশাল এই রোবট ব্যবহার করে সহজেই বিপজ্জনক স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়। প্রায় ১৫ ফুট লম্বা রোবটটির ওজন সাড়ে তিন টন।
আরও পড়ুনঃ ৮১ কোটি ভারতীয়দের করোনা পরীক্ষার স্পর্শকাতর তথ্য হ্যাক