আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক : রেকর্ড পারিশ্রমিকে আল হিলালে যোগ দিলেন নেইমার । কয়েকদিন ধরেই খবরটি আসছিল। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল কাটিয়ে একরকম নিশ্চিতও হয়ে গিয়েছিল ব্যাপারটা।
নেইমার প্যারিস সেইন্ট জার্মেইঁ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন, বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার রাতে এলো সেটিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি। ’
নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন। ’
আরও পড়ুনঃ রোনাল্ডোর গোলে ইতিহাস গড়ল আল নাসর
চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিকে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছে আল হিলাল। আর নেইমার দুই মৌসুমে পাবেন ৩২০ মিলিয়ন ইউরো বেতন।
শুধু এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল বাসা, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।
আল হিলাল সৌদি আরব এবং এশিয়ার সবচেয়ে সফল ক্লাব। তাদের নামের পাশে ৬৬টি ট্রফি। সর্বোচ্চ সংখ্যক লিগ (১৮) এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (৪) শিরোপা জেতার রেকর্ডও এই ক্লাবের দখলে।
নেইমারকে দলে নেওয়া আল হিলাল এ মৌসুমে পিএসজির আরও দুই বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকে দলে নিতে চেয়েছিল। যদিও মেসি গেছেন ইন্টার মায়ামিতে আর এমবাপ্পে থাকছেন পিএসজিতেই।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ মেসির জাদুর ছোঁয়ায় ফাইনালে মায়ামি