আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: রুমে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে । ট্রায়াল রুম কিংবা হোটেলের রুম, বাথরুমে গোপন ক্যামেরায় ধারণ করছে ভিডিও। এরপর তা দিয়ে নারীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়। সমাজের বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ এমন কাজ বহুদিন থেকেই করে আসছে। হোটেল হোক বা ড্রেসিং রুম, লুকানো ক্যামেরা রাখা এই যুগে এনিয়ে দুশ্চিন্তা অমূলক কিছু নয়। প্রযুক্তিকে হাতিয়ার করে কীভাবে অসাধু কাজ করা যায় তারই নিদর্শন গোপন ক্যামেরা।
তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন কীভাবে আপনি খুব সহজেই ঘরের গোপন ক্যামেরা খুঁজে পাবেন। একটু বুদ্ধি খাটালে এই গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারবেন। গোপন ক্যামেরা যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। যেখানেই যান প্রথমে পরীক্ষা করে নিন কোথাও কোনো ক্যামেরা লুকানো রয়েছে কি না।
❑ লুকানো ক্যামেরা শনাক্ত করতে হোটেলের সব আলো নিভিয়ে দিন। ঘর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলে ফ্ল্যাশচালু করুন। লুকানো ক্যামেরায় ফ্ল্যাশ লাইট পড়লেই সঙ্গে সঙ্গে প্রতিফলিত হতে শুরু করবে।
আরও পড়ুনঃ গাড়িতে চলাচলের সময় এই ১০ বিষয় মনে রাখবেন
❑ নিজের ফোনের ব্লু টুথ অন করলে চারপাশের সক্রিয় ডিভাইস দেখতে পাবেন। সেভাবেও বুঝতে পারবেন কিন্তু।
❑ ট্রায়াল রুমে বা বাথরুমে গেলে প্রথমেই রুমের আয়না ভালো করে পরীক্ষা করে নিন। কাচের ওপর একটি আঙুল রেখে দেখুন। যদি দেখেন কাচের ওপর রাখা আঙুল আর আয়নায় দেখতে পাওয়া আঙুলের প্রতিফলনের মধ্যে সামান্য দূরত্ব রয়েছে, তাহলে বুঝবেন সব ঠিক আছে। কিন্তু যদি আয়নার ওপর রাখা আঙুল আর তার প্রতিফলনের মধ্যে কোনো দূরত্ব না থাকে, তাহলে বুঝতে হবে এক্ষেত্রে কোনো কারসাজি নিশ্চয়ই আছে! কেউ হয়তো আয়নার পিছনে ক্যামেরা লুকিয়ে রেখেছে!
❑ ইদানিং গোপন ক্যামেরা খোঁজার অ্যাপও এসে গেছে। ক্যামেরার নেটওয়ার্ককে চিহ্নিত করে এই ধরনের অ্যাপ। আবার অনেক সময়, ক্যামেরার অপটিক্যাল তারের জন্য ফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা দেখলে সতর্ক হওয়ার প্রয়োজন আছে।
❑ এছাড়া হোটেল রুমে থাকা ফুলদানি, অ্যাশট্রে, ফায়ার ডিটেকটর খুব ভালো করে পরীক্ষা করুন। এগুলোর মধ্যে ছোট্ট ক্যামেরা থাকতে পারে।
সূত্র: মেক ইউজ অব, টাইমস অব ইন্ডিয়া
আরও পড়ুনঃ কোরআন হাদিসের আলোকে তাহাজ্জুদ নামাজের প্রতিদান