আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: রিয়েলমি ১২ প্লাস চার্জ হবে দ্রুত । শক্তিশালী ব্যাটারির সুপারচার্জ প্রযুক্তির নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। মডেল রিয়েলমি ১২ প্লাস। এই ফোন চার্জ হবে এক নিমিষেই। কোম্পানি এমনটাই দাবি করছে। এছাড়াও এই ফোনে ছবি উঠবে ক্রিস্টাল ক্লিয়ার।
কিছুদিন আগে রিয়েলমি ১২ প্রো সিরিজ। এবার এলো এই সিরিজের নতুন ফোন ১২ প্লাস। এই ফোনে ১২ জিবি ব়্যাম এবং সুপারভোক ফাস্ট চার্জিং প্রযুক্তি পাওয়া যাবে। যার ফলে ফোনটি নিমেষে চার্জ হবে।
রিয়েলমি ১২ প্লাস স্মার্টফোনের ফিচার্স
নতুন এই ফোনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলিড ফুল এইচডি প্লাস প্যানেল থাকতে চলেছে সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট। স্মার্টফোনে প্রসেসর পাওয়া যাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০৫০ চিপসেট। সর্বাধিক ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেবে রিয়েলমি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।
আরও পড়ুনঃ রিয়েলমি ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার নতুন স্মার্টফোন আনছে
রিয়েলমি ১২ প্লাস ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি থাকবে সঙ্গে ৬৭ ওয়াট সুপারভোগ ফাস্ট চার্জিং। স্মার্টফোনে অপারেটিং সিস্টেম মিলবে অ্যানড্রয়েড ১৪। কত বছর অবধি সিকিউরিটি আপডেট পাওয়া যাবে তা অফিশিয়াল লঞ্চের দিনই জানা যাবে।
স্মার্টফোনে ক্যামেরা থাকবে ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার মধ্যে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা সঙ্গে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সেল টেরিটারি লেন্স। সামনে মিলবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৫জি কানেক্টিভিটি, ইউউএসবি টাইপ-সি চার্জিং পোর্টসহ একাধিক ফিচার্স পাওয়া যাবে।
আরও পড়ুনঃ স্মার্টফোনের দুনিয়া কাঁপাতে নিয়ে আসছে রিয়েলমি নোট ৫০