আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: রিয়েলমির নতুন ফোন নারজো এন৫৩ । রিয়েলমি নারজো সিরিজের নতুন ফোন আনল। মডেল রিয়েলমি নারজো এ৫৩। নতুন এই স্মার্টফোনটিতে ৬.৭৪ ইঞ্চির মিনি ড্রপ ডিসপ্লে রয়েছে। এতে ৯০ হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। ফোনটির ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেশ ৪৫০ নিটস। টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্জ। এই হ্যান্ডসেটে ইউনিসক টি৬১২ চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট পেয়ার করা আছে ৮ জিবি র্যামের সঙ্গে। স্টোরেজ ১২৮ জিবি।
আরও পড়ুনঃ ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার স্মার্টফোন
রিয়েলমির পাতলা ফোন এটি। এতে ৭.৪৯ মিলিমিটার আল্ট্রা স্লিম বডি রয়েছে। ফোনটিতে ৩৩ ওয়াটের সুপারভোক চার্জিং সাপোর্ট করে।
ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা রয়েছে। এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
রিয়েলমি নারজো এন৫৩ মডেলের ফোনটি ফেদার গোল্ড এবং ফেদার ব্ল্যাক রঙে কিনতে পারবেন। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ভারতে ১০ হাজার রুপি।
ফোনটিতে ডিআরই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি এআই ক্যামেরা রয়েছে।
ক্যামেরা মোড হিসেবে ফোনটিতে নাইট মোড, পোর্ট্রেট মোড, এইচডিআর, এআই সিন এবং বোকেহ ইফেক্ট দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি 8MP ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটি বেশ হালকা। ওজন মাত্র ১৮২ গ্রাম।
আরও পড়ুনঃ স্মার্টফোন ব্যবহারে যে ৮ ভুল এড়িয়ে চলবেন