আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ‘রক্তে লাল’ প্রোফাইলে সয়লাব ফেসবুক । বাংলাদেশ থেকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছে না। বিকল্প উপায়ে কেউ কেউ ফেসবুক ব্যবহার করতে পারছেন। কিন্তু, ব্যবহার করতে পারলেও সকলেরই অভিযোগ ‘ফেসবুকের গতি খুবই ধীর’। তবে, এই ধীরগতির ফেসবুকেও একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করছেন সবাই।
লাল রক্তে ছেয়ে গেছে ফেসবুক। কারো আইডিতে প্রবেশ করলে যেমন লাল রঙ দেখা যাচ্ছে। তেমনি, কারো পোস্ট দেখতে গেলেও চোখে পড়ছে লাল রঙ। দেশ-বিদেশের লাখ লাখ বাংলাদেশি নিজেদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙ সেঁটে দিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঘোষিত “চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার” কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রঙের প্রোফাইল ফটোতে। পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতেও দেখা গেছে।
তবে কেবল শিক্ষার্থীরাই নন, সারা দেশের বিভিন্ন স্তরের, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এই ট্রেন্ডে যোগ দেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন প্রোফাইল, গ্রুপ ও পেইজ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কোটা আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) সরকারের দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে। তবে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, “সরকার শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।”
এর আগে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
সোমবার রাতে এক বিবৃতির মাধ্যমে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ হেফাজতের বাইরে থাকা সমন্বয়করা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত বিন তাহের বলেন, ‘সরকার যে প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক দিয়েছে, তা প্রত্যাখ্যান করে এবং দেশের মানুষকে শিক্ষার্থীদের রক্তের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই প্রোফাইল পিকচার লাল করেছি।’
❑ প্রযুক্তি সংবাদ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ফেসবুক-টিকটক কর্তৃপক্ষের জবাব সন্তোষজনক না হলে ‘নিষেধাজ্ঞা’