আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানলে শহর পুড়ে ছাই, প্রাণহানি ৫৩ । মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপে আগুন জ্বলছে। আগুনের তাপ থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে জীবন রক্ষা করতে পারেনি স্থানীয়। ইতোমধ্যে প্রায় ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনের তীব্রতা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অন্যদের সরকার নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। দাবানলে পুরো এলাকা পুড়ে ছারখার হয়ে গেছে। এই এলাকাটি পর্যটকদের খুব পছন্দের। তবে এই দাবানলে সবকিছু পুড়ে গেছে।
জানা যায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঞ্চলের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মাউই দ্বীপের প্রধান আকর্ষণীয় পর্যটন স্পট লাহাইনা শহর বড় ধরনের ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, এ শহরের বেশিরভাগ অংশই বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এ দাবানলকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্রের হাওয়াই শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার (১০ আগস্ট) মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মার্কিন প্রদেশ হওয়ার পর এই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি ছিল অন্যতম।
হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল মঙ্গলবার ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচণ্ড বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে। সেখানে দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে এতে অনেকে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে বা পালানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়।
হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম প্রদেশ হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটল উল্লেখ করে গভর্নর জোশ গ্রিন বলেন, ১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল।
তিনি বলেন, ‘এবার খুব সম্ভবত আমাদের মৃত্যুর সংখ্যা আগের ওই সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।’
মাউই কাউন্টির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। সেখানে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মাউই কাউন্টির মেয়র রিচার্ড বিসেন জুনিয়র জানান, অনেক বাড়িঘর এবং ব্যবসায়িক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই শহরে ১২ হাজার মানুষের বসবাস।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ সুস্থ থাকতে প্রতিদিন ৫হাজার কদম হাঁটুন