আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মেট্রোরেলে কোন স্টেশনে নামলে কোথায় যেতে সহজ হবে জেনে রাখুন । ঢাকাবাসির যানজটকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে ঢাকার উত্তর ও দক্ষিণ প্রান্তকে যুক্ত করেছে ঢাকা মেট্রোরেল। উদ্বোধনের পর থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করছে সর্বাধুনিক এই বাহন। এখন আর আপনাকে ঢাকা শহরের দীর্ঘ যানজট সহ্য করে বাসে বসে থাকতে হবে না কিংবা গাড়ির হর্ণে বিরক্ত হওয়ার প্রয়োজন নাই।
খুব অল্প সময়ে সর্বাধুনিক প্রযুক্তিতে তথা মেট্রোরেলের চেপে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন খুব সহজেই। আজ আমরা জানবো কিভাবে আপনি এই মেট্রোরেল ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহজেই যাতায়াত করতে পারবেন বা মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় কোথায় যেতে পারবেন খুব সহজে।
১) উত্তরা উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।
২) উত্তরা সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
আরও পড়ুনঃ ঐতিহাসিক সোমপুর বৌদ্ধ বিহার, নওগাঁ
৩) উত্তরা দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।
৪) পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।
৫) মিরপুর-১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।
৬) মিরপুর-১০ (Mirpur 10): মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা, হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
৭) কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।
আরও পড়ুনঃ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের বৈচিত্রময় স্থান কটকা সমুদ্র সৈকত
৮) শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।
৯) আগারগাঁও (Agergaon): আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।
(১০) বিজয় সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।
(১১) ফার্মগেট (Farmgate): ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
(১২) কাওরান বাজার ( Kawran Bazar): কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।
আরও পড়ুনঃ মনের ক্লান্তি মেটানোর এক অপরূপ স্থান নিকলী হাওর
(১৩) শাহবাগ (Shahbagh): শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৪) ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University): ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৫) বাংলাদেশ সচিবালয় ( Bangladesh Secretariat): সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।
(১৬) মতিঝিল ( Motijheel): মতিঝিল, দিলকুশা, কমলাপুর, বঙ্গভবন, বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।
আরও পড়ুনঃ
❒ আকিলপুর সমুদ্র সৈকতের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা
❒ ঢাকার আশপাশেই ঘুরে আসতে পারেন দৃষ্টিনন্দন ও প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থান
❒ দেশের কোথায় কখন ভ্রমণ করলে ভ্রমণ আনন্দদায়ক হবে
❒ ভ্রমণ পিপাসুদের জন্য ভ্রমণ সম্পর্কিত কিছু টিপস
বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে এমআরটি পাস কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
❑ উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
❑ মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
❑ প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
❑ এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
❑ প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।
✪ এক ঘণ্টা ওভারটাইম ৬০ টাকা। অর্থাৎ আপনি টিকিট কেটে বা আপনার এমআরটি পাস বা র্যাপিড পাস দিয়ে এন্ট্রি গেইট থেকে ঢুকলেই টাইম কাউন্টিং শুরু হবে। এরপর ১ ঘণ্টা বা ৬০ মিনিটসের বেশি সময় পেইড জোনে থাকলেই জরিমানা হবে। সুতরাং অযথা সময় নষ্ট করা যাবে না।
বিঃদ্রঃ মেট্রো স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারবেন।
আইসিটি ওয়ার্ড নিউজ সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান।]
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক ✺ আইসিটি ওয়ার্ড নিউজ
❑ ভ্রমণ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ প্রকৃতির অপার সৌন্দর্য ‘শুভ সন্ধ্যা’ সমুদ্র সৈকত