আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মেটাকে প্রতিদিন লাখ ডলার জরিমানা করবে নরওয়ে । ডেটা প্রাইভেসি লঙ্ঘনের দায়ে মেটা প্ল্যাটফর্মকে ১৪ আগস্ট থেকে প্রতিদিনের জন্য প্রায় এক লাখ ডলার করে জরিমানা ধার্য করেছে নরওয়ের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। এই সাজা ইউরোপজুড়ে অন্যান্য দেশও প্রয়োগ করার সম্ভাবনা রয়েছে।
নরওয়ের ডেটা নিয়ন্ত্রক সংস্থা ডেটাটিলসিনেট ১৭ জুলাই বলেছে, যে যে বিষয়ে মেটাকে অভিযুক্ত করা হয়েছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করলে কোম্পানিটিকে এই হারে গুনতে হবে জরিমানা।
এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি মেটা। কোনো গ্রাহকের অবস্থানসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলোকে গ্রহকদের কাছেই বিজ্ঞাপন পাঠানোর জন্য অহরহই ব্যবহার করে বড় কোম্পানিগুলো। এটি আচরণনির্ভর বিজ্ঞাপন মডেল হিসাবে পরিচিত।
গত ১৭ জুলাই থেকে নরওয়ের নাগরিকদের বেলায় এই কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। তার আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে চার অগাস্ট পর্যন্ত কোম্পানিটিকে সময়সীমা বেঁধে দেয় কোম্পানিটি।
১৪ আগস্ট থেকে প্রতিদিন দশ লাখ ক্রোন বা প্রায় এক লাখ ডলারের সমতুল্য জরিমানা কার্যকর হবে” রয়টার্সকে বলেছেন ডেটাটিলসিনেটের আন্তর্জাতিক শাখার টোবিয়াস জুবিন। জরিমানাটি নভেম্বরের তিন তারিখ পর্যন্ত চলবে। এই সিদ্ধান্তটিকে স্থায়ী করতে হলে সেটিকে পেশ করতে হবে ইউরোপিয়ান ডেটা প্রোটেকশন বোর্ডের কাছে। এর ফলে গোটা ইউরোপজুড়েই সম্প্রসারিত হতে পারে এই পদক্ষেপ। তবে এ ব্যাপারে এখনও কাজ শুরু করেনি ডেটাটিলসিনেট।
কোম্পানিটির ফেইসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কোনো ব্যবসায়িক বিজ্ঞাপন দেখানোর বেলায় নির্দিষ্ট গ্রাহক বাছাই করার আগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ব্যবহারকারীদের কাছে আগেই সম্মতি চাইবে মেটা, গত সপ্তাহে বলেছে কোম্পানিটি।
শুধু এতটুকুই যথেষ্ট নয়। গ্রাহকদের অনুমতির বিষয়টি নিশ্চিত করার আগে গ্রাহকদের ডেটা সংগ্রহ এবং ব্যবহার এক্ষুণি বন্ধ করতে হবে মেটাকে, বলেছেন জুবিন।
“মেটা বলছে দ্রুততম সময়ে এটি বাস্তবায়ন করতে হলেও কয়েকমাস লেগে যাবে এবং আমরা জানি না সেই সম্মতি নেওয়ার ব্যবস্থাটি কেমন হবে” বলেন জুবিন। “এবং এর মধ্যে প্রতিদিন নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করবে কোম্পানিটি।”
আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনার গত জানুয়ারিতে মেটাকে তাদের টার্গেট অ্যাডস বা নির্দিষ্ট গ্রাহকদের বাছাই করে করে বিজ্ঞাপন দেওয়ার আইনগত ভিত্তি সম্পর্কে জানতে চান। তারপর থেকেই এই অঞ্চলে একের পর নতুন এক নিয়ন্ত্রণ বিধি নিষেধ শুরু হয়।
নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও, অভিন্ন ইউরোপীয় বাজারের অংশ।
আরও পড়ুনঃ প্রথমবার মহাকাশে যাচ্ছেন মা ও মেয়ের জুটি