মাহমুদুল্লাহ’র বীরত্বে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৪৫ রান । মাহমুদুল্লাহ রিয়াদের হার না মানা চল্লিশোর্ধ ইনিংসের সুবাদে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। লোয়ার-অর্ডারের তিন ব্যাটারকে নিয়ে শেষ তিন উইকেটে ৭৪ বলে ৬৫ রান যোগ করেন মাহমুদুল্লাহ। ২টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ ব্যাটার। এছাড়া অভিজ্ঞ মুশফিক ৭৫ বলে ৬৬ এবং সাকিব ৫১ বলে ৪০ রান করেন।
নিউজিল্যান্ডের ফার্গুসন ৪৯ রানে ৩টি, বোল্ট ৪৫ ও হেনরি ৫৮ রানে ২টি করে এবং স্যান্টনার-ফিলিপস ১টি করে উইকেট নেন।
চেন্নাইয়ে এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। একটি করে পরিবর্তন এনে একাদশ সাজায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাহেদি হাসানের জায়গায় বাংলাদেশ একাদশে ফিরেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর উইল ইয়ংয়ের পরিবর্তে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন নিউজিল্যান্ডের উইলিয়ামসন।
আরও পড়ুনঃ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের বিস্তারিত
আগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর চমক দেখায় টিম ম্যানেজমেন্ট। ইনফর্ম শান্তকে রেখে মেহেদি হাসান মিরাজকে পাঠায় ওয়ান ডাউনে। মিরাজ ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। কিন্তু দলীয় ৪০ রানের মাথায় ফিরে যান তামিম।
তামিম ১৬ রানে ফিরলে মিরাজের সঙ্গে জুটি বাঁধেন শান্ত। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ইনিংস বড় করতে পারেননি মিরাজ, ফিরে যান ৩০ রানে। এরপর স্কোর বোর্ডে কোনো রান যোগ না করেই ফিরে যান শান্ত। টপ অর্ডারদের ব্যর্থতার দিনে দলকে সম্মানজনক সংগ্রহের স্বপ্ন স্বপ্ন দেখান সাকিব ও মুশফিক।
পঞ্চম উইকেট জুটিতে তাদের অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু ৯৪ রানের জুটি গড়ে ফিরে যান সাকিব। সাকিব ৪০ রানে ফিরলে আবারও ছন্দপতন হয় বাংলাদেশের। দলীয় ১৭৫ রানের মাথায় মুশফিক ৬৬ রানে ফিরলে হতাশ করেন তাওহীদ হৃদয়ও। সেখান থেকে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।
লোয়ারঅর্ডারে তাসকিন সঙ্গ দিলেও হতাশ করেন মোস্তাফিজুর রহমান। দলীয় ২২৫ রানে মোস্তাফিজ আউট হলে শরিফুলকে সঙ্গে নিয়ে দলকে ২৪৫ রানের সংগ্রহ এনে দেন রিয়াদ। ম্যাচে ৪১ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ।
আরও পড়ুনঃ টুর্নামেন্টের ইতিহাসই বদলে দিচ্ছে এবারের বিশ্বকাপ