আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মারুতি তাদের নতুন এসইউভিতে সানরুফ রাখছে । গাড়ির খোলা ছাদ এখন কমবেশি সবারই খুব পছন্দ। বেছে বেছে সানরুফ আছে এমন গাড়ি কিনছেন অনেকে।
তাই তো নির্মাতা সংস্থাও তাদের গাড়িতে সানরুফ রাখছেন। এবার মারুতি তাদের নতুন এসইউভিতে সানরুফ রাখছে।
মারুতির এসইউভিতে এবার পাওয়া যাবে ফেসলিফটেড ফিচার। এক্সইউভি৩০০-এর মুকুটে প্রথম এমন একটি পালক যোগ করতে চলেছে নতুন এই গাড়িটি। সেক্ষেত্রে কমপ্যাক্ট এসইউভি-এর দুনিয়ায় এটিকে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে চিহ্নিত করাই যায়।
গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, মারুতির এই নতুন গাড়িটি এক্সইউভি৩০০কে গাড়ির দুনিয়ায় নতুন পথের অগ্রদূত হিসেবে গড়ে তুলবে। যার অন্যতম ভিত্তি হল বিলাসিতা এবং সৌন্দর্য।
গত কয়েক বছরে এসইউভি গাড়ির চাহিদা বেড়েছে। এমনকি বর্তমানে যারা এসইউভি কিনছেন তাদের প্রথম চাহিদা হচ্ছে ‘সানরুফ’।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ ধ্বংসের মুখে সমুদ্রের প্রবাল প্রাচীর