মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস
আপনি কাউকে ঠকিয়েছেন? বাবার রেখে যাওয়া সম্পদ একা ভোগ করার জন্য সব ধরণের ফন্দি করে রেখেছেন, কাঁদিয়ে, শ্বাসিয়ে হৃদপিণ্ডে আগুন লাগিয়ে চলে গেছেন? কষ্ট দিয়েছেন?
অতিরিক্ত অবহেলা করেছেন? মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন? যথাযথভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন? যে মানুষটা আপনাকে অন্ধের মত বিশ্বাস করত তার বিশ্বাস ভেঙে দিয়েছেন!
মনে রাখবেন, ঐ মানুষগুলো আপনার উপর কোনো প্রতিশোধ না নিলেও তারা যতবার আপনার কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলবে ততবারই তার আত্মা একটা নালিশ নিয়ে যাবে সৃষ্টিকর্তার কাছে। সৃষ্টিকর্তা সব দেখছেন।
আরও পড়ুনঃ
❒ কীভাবে হবেন একজন ভালো মানুষ?
❒ গণমানুষের রুখে দাঁড়ানোর সময় এখনই
❒ বর্ষাকালে বাংলার প্রকৃতিতে সৌন্দর্যের মেলা বসে
আপনি যত ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন না কেন, যতই ইবাদত হজ্জ্ব পালন করেন না কেন, অথবা কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেটার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে।
যে মানুষগুলোকে আপনি ঠকিয়েছেন, আঘাত দিয়েছেন, ব্যাথা ও কষ্ট দিয়েছেন, ক্ষমতার অপব্যবহারে তাদের প্রাপ্য সম্পদ থেকে তাদেরকে লাঞ্চিত করেছেন সে মানুষগুলো যদি একসময় এসে আপনাকে মাফ করেও দেয়, কোন অভিশাপ না দেয়, তবুও শাস্তি আপনাকে ভোগ করতেই হবে।
“রুহের হায়” বলতে একটা কথা আছে। আমরা যেটাকে “Revenged of Nature” বলি। প্রস্তুত থাকবেন সর্বদা, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। প্রকৃতি ছেড়ে দেয় না মানে (সৃষ্টিকর্তা) কাউকে ছেড়ে দেন না।
লেখকঃ মোহাম্মদ হাসান, ডিজিএফআই, ঢাকা।
❑ মুক্তকলাম থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমলে কারাগারে আমার ৪০ দিনের নির্মম গল্প