আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মহাকাশে রুশ পারমাণবিক অস্ত্র, মার্কিন গোয়েন্দা তথ্যে তোলপাড় । স্থল, জল আর আকাশপথ দখলের লড়াইয়ের পর মহাকাশকেও নিস্তার দিচ্ছে না পরাশক্তিগুলো। বেশ কয়েক বছর ধরেই চতুর্থ রণক্ষেত্র হিসেবে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ পরমাণুশক্তিধর দেশগুলো।
এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য ভয়াবহ দুঃসংবাদ নিয়ে এসেছে রাশিয়া। ইউক্রেনের মাটিতে মস্কোর সঙ্গে ন্যাটোর ছায়াযুদ্ধের মধ্যেই সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদন নিয়ে তোলপাড় শুরু হয়েছে মার্কিন কংগ্রেসে। উত্তাল ভূরাজনৈতিক পরিবেশে বাইডেন প্রশাসন চেষ্টা করছে এ প্রতিবেদন ধামাচাপা দেওয়ার।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়ার পারমাণবিক সক্ষমতা মহাকাশে আন্তর্জাতিক হুমকি সৃষ্টি করছে, সম্প্রতি এমন একটি তথ্য উঠে আসে মার্কিন গোয়েন্দাদের তৈরি এক প্রতিবেদনে। বলা হয়, মস্কো এমন এক পরমাণু অস্ত্র বানাচ্ছে যার মাধ্যমে যে কোনো স্যাটেলাইট অকেজো করে দেওয়া সম্ভব।
এর আগে, ২০২০ সালে মস্কোর বিরুদ্ধে মহাকাশভিত্তিক পরমাণু বোমা পরীক্ষার অভিযোগ তুলেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তখন এমন অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছিল মস্কো।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, মস্কোর সর্বশেষ পরমাণু অস্ত্র মহাকাশের নিম্ন কক্ষপথে বিচরণ করা মহাকাশচারীদের জন্য জীবনের হুমকি তৈরি করতে পারে। এমনকি পশ্চিমা দেশগুলোর সামরিক ও বেসামরিক স্যাটেলাইটগুলোকে ধ্বংস করতে পারে।
যুক্তরাষ্ট্র বলছে, এমনটা করা হলে তা হবে ১৯৬৭ সালে স্বাক্ষরিত আউটার স্পেস চুক্তির লঙ্ঘন। এ চুক্তি অনুযায়ী মহাকাশে সব ধরনের পরমাণু বোমা এবং গণবিধ্বংসী যে কোনো ধরনের অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়। এমনকি মহাকাশে কোনো ধরনের অস্ত্র মোতায়েনও নিষিদ্ধ ঘোষণা করা হয় এ চুক্তির মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ১৩০টির বেশি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছিল।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া যদি এ ধরনের অস্ত্র মোতায়েন করে বা কোনো কারণে এ ধরনের অস্ত্র ব্যবহার করে তবে তা মোকাবিলা করার মতো সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে নেই। তবে পশ্চিমাদের জন্য স্বস্তির বিষয় হলো রুশ এ পরমাণু অস্ত্র এখনই কোনো হুমকি তৈরি করছে না। জন কিরবির ভাষায়, এ ধরনের অস্ত্র এখনই সক্রিয় অবস্থায় নেই। তবে রাশিয়ার এ ধরনের ক্ষমতার অন্বেষণ আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
আরও পড়ুনঃ তোশাখানা মামলায় ইমরান-বুশরা দম্পতির ১৪ বছরের কারাদণ্ড