আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মহাকাশে গিয়ে ফেরার পথে বিস্ফোরিত হল রকেট ‘স্টারশিপ’ । মানব ইতিহাসে সবচেয়ে বড় রকেট বুধবারের উৎক্ষেপণে মহাকাশে পৌঁছাতে পারলেও শেষ পর্যন্ত এটি ফেরার পথে আকাশেই বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরিত হলেও একে ‘এখন পর্যন্ত চালানো সবচেয়ে দীর্ঘ ও উন্নত পরীক্ষামূলক উৎক্ষেপণ’ বলে বর্ণনা করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেইস থেকে সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৬টা ৩৭ মিনিট) উৎক্ষেপণ করা হয় রকেটটি। এটি ছিল নবম পরীক্ষামূলক ফ্লাইট।
স্টারশিপ উৎক্ষেপণের লাইভ সম্প্রচার দেখা গেছে স্পেসএক্সের ওয়েবসাইটে।
মহাকাশের পানে ছুটে যাওয়া অবস্থাতেই রকেটের প্রপেলান্টে লিক ধরা পড়ে। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেতে থাকে। এ সময় এর যাত্রীবাহী অংশ যার নাম স্টার শিপ, সেটি অক্ষতই ছিল। কিন্তু ফেরার সময় এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তীব্র তাপে ধ্বংস হয়ে যায়। এর ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে গিয়ে পড়েছে, যেটি জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে।
ইলন মাস্কের মঙ্গল যাত্রার স্বপ্ন সফল করতে হলে স্টারশিপে, বিশেষ করে এর শীর্ষ অংশে এখনও অনেক কাজই বাকি রয়ে গেছে বলে মন্তব্য উঠে এসেছে টাইমসের প্রতিবেদনে।
এবারের ফ্লাইট বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের স্টারলিংক স্যাটেলাইটের সিমুলেটর কক্ষপথে স্থাপন এবং রকেটের হিট শিল্ড কতটা উন্নত করা সম্ভব হয়েছে তার মূল্যায়ন।
তবে, রকেটের পেলোড ডোর খোলেনি, ফলে এই পরীক্ষাগুলো আর করা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ
❒ নতুন একটি রোবট বানিয়েছে অ্যামাজন যাতে রয়েছে স্পর্শের অনুভূতি
❒ ওয়েব ট্রাফিকের বেশিরভাগই আসছে এআই বট থেকে
❒ বহুল প্রতীক্ষিত কুইপার ইন্টারনেট স্যাটেলাইট যাত্রার তারিখ ঘোষণা অ্যামাজনের
❒ ২০২৬ সালের প্রথমেই স্টারলাইনারের পরীক্ষা শুরু করবে নাসা-বোয়িং
এসবের পরও বেশ কিছু সাফল্যও যোগ হয়েছে বুধবারের প্রচেষ্টায়। সবচেয়ে বড় সফলতা হচ্ছে, আগের দুবারের মতো এবার রকেট যাওয়ার পথে বিস্ফোরিত হয়নি। আরেকটি বড় সাফল্য হচ্ছে এবারের বুস্টার আগেও ব্যবহৃত হয়েছিল। এক বড় এক উন্নয়ন হিসাবে দেখছে স্পেসএক্স। যদিও এ সাফল্যও অসম্পূর্ণ।
সর্বশেষ এই উৎক্ষেপণ প্রচেষ্টার আগে এক ব্লগ পোস্টে স্পেসএক্স লিখেছে, “আমরা যত বেশিবার রকেটটিকে উৎক্ষেপণের পরীক্ষা করব, তত দ্রুত শিখতে পারব ও প্রয়োজনমতো এর ডিজাইনে পরিবর্তন আনতে পারবো। এর ফলে স্টারশিপকে সম্পূর্ণ ও দ্রুত পুনঃব্যবহারযোগ্য মহাকাশযান হিসেবে চালু করা সম্ভব হবে।
❑ প্রযুক্তি সংবাদ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ইলন মাস্কের টেসলার রোবোট্যাক্সি ট্রেডমার্ক বাতিল