আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: মটোরোলার ১২৫ ওয়াট চার্জিং স্মার্টফোন । বাজারে নতুন এআই স্মার্টফোন আনার ঘোষণা করল মটোরোলা। এই ফোনে থাকবে সুপারফাস্ট ১২৫ ওয়াট চার্জিং। এফ১ গাড়ির থেকে অনুপ্রাণিত হয়ে এই স্মার্টফোন তৈরি করতে চলেছে মটোরোলা। বর্তমানে অত্যাধুনিক এআই স্মার্টফোন শুধু স্যামসাংয়ের রয়েছে। তালিকায় আরও কোন মোবাইল কোম্পানি সেই ভাবে সাড়া ফেলতে পারেনি। সেই দৌড়ে চমক দিতে পারে মটোরোলার নতুন স্মার্টফোন।
দুরন্ত এআই চালিত স্মার্টফোন মটোরোলা এক্স৫০ আলট্রা লঞ্চ হতে চলেছে বাজারে। দুর্দান্ত প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে বলে দাবি করেছে কোম্পানি। থাকবে ঠাসা এআই ফিচার। ফর্মুলা ওয়ান গাড়ি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে স্মার্টফোনটি। ইতিমধ্যে ইউটিউবে সেই ফোনের টিজারও প্রকাশ করেছে সংস্থা।
২১ এপ্রিল চীনের গ্র্যান্ড প্রিক্সে স্মার্টফোনটি অফিশিয়ালি লঞ্চ করতে চলেছে মটোরোলা। এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরিচালিত ফোনের দুনিয়ায় সাড়া ফেলতে পেরেছে স্যামসাং। এই ফোনে মিলবে ১২৫ সুপারফাস্ট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং। এর আগে এক্স৩০ প্রো স্মার্টফোন লঞ্চ করেছিল কোম্পানি যা মটো এজ ৩০ আল্ট্রা নামে বাজারে ছেড়েছে।
কার রেসিংয়ের দুনিয়ায় ফর্মুলা ওয়ান কার ব্যাপক জনপ্রিয়। সেরকমই ডিজাইন থাকতে চলেছে এই ফোনে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এতে থাকতে পারে ৪৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। বিশ্ব বাজারে এই স্মার্টফোন মটোরোলা এজ ৫০ প্রো নামে লঞ্চ হতে পারে।
আরও পড়ুনঃ টেকনোর ‘স্পার্ক ২০ প্রো’ বাজারে
২০২৪ সাল থেকে স্মার্টফোনগুলোর ক্যামেরায় এআই ফিচার দেওয়া শুরু করে কোম্পানিগুলো। এবার সেই ফিচার ফোনের অন্যান্য ফাংশনেও আসতে শুরু করে। ২০২৪ সালে এইরকম আরও অনেক এআই ফোন দেখা যেতে পারে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
ইতিমধ্যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টে একাধিক অভিনব এআই ফোন প্রকাশ করেছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এর মধ্যে একটি কনসেপ্ট প্রকাশ হয়েছে যেখানে আর কোনও অ্যাপ ব্যবহার করতে হবে না ব্যবহারকারীদের।
সাধারণত ভিন্ন কাজ করার জন্য অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু, এই ফোনে এআইয়ের মাধ্যমে রিয়েল-টাইম সমস্ত কাজ মিটিয়ে নিতে পারবেন। তবে দিনশেষে যেহেতু এটি একটি টাচস্ক্রিন ফোন হতে চলেছে তাই তা ব্যবহার করার জন্য অ্যাপের ব্যবহার মানুষ করতেই পারে।
আগামীদিনে এই ধরনের স্মার্টফোন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যেখানে আপনি শুধু প্রম্পট বা টেক্সট দিলেই নির্দিষ্ট কাজ করে ফেলতে পারবেন। পাশাপাশি ব্যবহার যত বাড়বে ততই দাম কমবে এআই স্মার্টফোনের।
আরও পড়ুনঃ ফাস্ট চার্জিং স্মার্টফোন আনল অপো এফ২৫ প্রো