আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ভিভো টি২ প্রো ৫জি, ৪৪ মিনিটে হবে ফুল চার্জ । শক্তিশালী ব্যাটারির ফাস্ট চার্জিং ফোন আনল ভিভো। মডেল টি২ প্রো ৫জি। এটি একটি মিডরেঞ্জের স্মার্টফোন। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক প্রসেসর। ভিভো দাবি করছে এই ফোন ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ৪৪ মিনিট। আর ২২ মিনিটেই অর্ধেক চার্জ হয়ে যাবে।
ভিভো বলছে এটি এই সেগমেন্টের সবচেয়ে দ্রুততম ফোন। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, ভিভো টি২ প্রো ৫জি মোবাইল ফোন আপনাকে থ্রিডি কার্ভড ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ভালো ক্যামেরা দিয়েছে। এই লেটেস্ট ভিভো স্মার্টফোনের দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমে পাওয়া যাবে। অন্যটি ৮ জিবি রম ও ২৫৬ জিবি রমে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ভিভোর গেমিং নতুন স্মার্টফোন ওয়াই ২৭এস
চীনের ভিভো কোম্পানির এই সর্বশেষ ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ একটি ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যা ১৩০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ভিভো ফোনে মিডিয়াটেক ৭২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফোনের পেছনের অংশে ওআইএস সমর্থনসহ একটি ৬৪ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স রয়েছে। সামনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে।
ফোনে প্রাণ আনতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্টসহ ৪৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে ফোনটি মাত্র ২২ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়।
এই ফোনটি পানি এবং ধুলা প্রতিরোধের জন্য আইপি৫২ রেটিংপ্রাপ্ত। এটি ছাড়াও ফোনটিতে একটি গ্লাস ব্যাক প্যানেল এবং নিরাপত্তার জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরও পড়ুনঃ ইনফিনিক্সের নতুন গেমিং স্মার্টফোন হট ৪০আই