আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ভিনগ্রহে কি সত্যিই কোনো প্রাণী বা এলিয়েন বাস করে ! ভিনগ্রহে কোনো প্রাণী বাস করে কি না, তা জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা এক গবেষণা ফলাফল প্রকাশ করেছেন।
সেখানে বলা হয়েছে, ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের সন্ধান পাওয়া বেশ কঠিন। আর তাই ভিনগ্রহে কোনো প্রাণী বাস করে কি না, তা জানতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়। বর্তমানে ভিনগ্রহের প্রাণীর খোঁজে কোনো গ্রহে সৌরশক্তি ব্যবহার করা হয় কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।
এ জন্য নাসার নতুন প্রজন্মের স্পেস টেলিস্কোপ ব্যবহার করে সৌরজগতের কাছাকাছি এক্সোপ্ল্যানেটে সৌর প্যানেল বা সৌরশক্তি ব্যবহারের নমুনা খোঁজার পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা।
আরও পড়ুনঃ ২০ বছরের মধ্যেই আসবে এলিয়েন!
বিজ্ঞানীদের তথ্যমতে, স্পেস টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন গ্রহের সৌরশক্তি শনাক্ত করা কঠিন। কোনো নির্দিষ্ট গ্রহের মোট পৃষ্ঠের ২৩ শতাংশ সৌর প্যানেলে আচ্ছাদিত থাকলেই তখন তা টেলিস্কোপে বোঝা যায়।
টেলিস্কোপের এই দৃশ্যধারণে কয়েক শ বছর লেগে যাবে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক রবি কোপ্পারাপু বলেন, অন্য কোনো গ্রহে প্রাণীর সভ্যতা থাকলে তা ছায়াপথ বা গ্যালাক্সির মধ্যে না–ও দেখা যেতে পারে। যদি থাকে, তবে হয়তো তা নিজস্ব নাক্ষত্রিক সিস্টেমের মধ্যেই থাকতে পারে।
এসব কারণে অন্য গ্রহে প্রাণের খোঁজ পাওয়া বেশ কঠিন একটা কাজ। আবার গ্রহটি যদি সৌরজগতের বাইরে থাকে তাহলে বিষয়টি আরও কঠিন হয়ে পড়ে।
সৌরশক্তির মাধ্যমে ভিনগ্রহের প্রাণীর সন্ধান পেতে নাসার গবেষণার সঙ্গে অনেক বিজ্ঞানীই একমত নন। ভিন গ্রহে প্রাণী থাকলে তারা সম্ভবত এত দিনে সৌরশক্তির ব্যবহারকে ছাপিয়ে আরও সামনে চলে যাওয়ার মাধ্যমে যথেষ্ট বিবর্তিত হয়েছে বলে মনে করেন তাঁরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
❑ অবাক বিশ্ব থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ভিনগ্রহ থেকে এলো ৩৫টি রহস্যময় সংকেত