আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ভারতের নিজস্ব এআই ‘হনুমান’ আসছে । আগামী মাসেই ভারতের বাজারে আসতে চলেছে আসছে আম্বানির ‘হনুমান’। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও দেশটির নামী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত হয়ে বাজারে নিয়ে আসছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে বলীয়ান নয়া এআইভিত্তিক পরিষেবা।
জানা গেছে, সম্পূর্ণভাবে মেক-ইন-ইন্ডিয়া ভাবে প্রস্তুত এই মডেলের নাম দেওয়া হয়েছে ‘হনুমান’। এই ‘হনুমান’ ১১টি ভারতীয় ভাষায় গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম।
আরও পড়ুনঃ এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে আইন করল ইইউ
সম্প্রতি মুম্বাইতে আয়োজিত এক টেকনোলজিক্যাল কনফারেন্সে এর ডেমো প্রদর্শিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শুরুতে হেলথ কেয়ার-গভর্ন্যান্স-ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এডুকেশন, এই চারটি ক্ষেত্রে ১১টি ভারতীয় ভাষায় গ্রাহককে পরিষেবা দিতে সক্ষম ‘হনুমান’।
এই পরিষেবা দেওয়ার পাশাপাশি স্পিচ-টু-টেক্সট কনভার্সান এর সুবিধাও পাওয়া যাবে এই নতুন মডেলে। জিও ব্রেন-এআই মডেলের পাশাপাশি এই মডেলেকে গ্রাহকের চাহিদার ভিত্তিতে কাস্টোমাইজড করে দেওয়া হবে বলে জানিয়েছেন রিলায়েন্স কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ কয়েক মিনিটেই টেক্সট থেকে ভিডিও বানিয়ে দেবে এআই