আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ভারতের কাছে পাকিস্তানের ৮ম নির্মম পরাজয় । বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ। পাকিস্তানের সব মিলিয়ে সংগ্রহ ১৯১ রান ১০ উইকেটে। ভারত-পাকিস্তান ম্যাচে এত ছোট লক্ষ্য পাড়ি দেয়া খুবই সহজ ইনফর্ম রোহিত শর্মাদের। ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে রীতিমতো নির্মম পরাজয়ের স্বাদ দিলো ভারত। এই ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে বিশ্বকাপের গ্রুপ শীর্ষে উঠে এল ভারত।
শনিবার (১৪ অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৫০ রান পেরিয়ে যাওয়া দলটি ২০০ রানের আগেই অলআউট হয়ে যায়। এদিন ৪২ ওভারে ৫ বলে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে এটি ভারতে কাছে পাকিস্তানে ৮ম নির্মম পরাজয়। অর্থাৎ এ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের ৮ ম্যাচের আটটিতে নির্মম পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। ওয়ান ডে বিশ্বকাপের ক্ষেত্রে ভারত – ৮, পাকিস্তান – ০ ।
তৃতীয় উইকেটে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৮৩ রানের জুটি গড়েন। ২৯.৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৫ রান। দলের যখন এমন অবস্থা, তখন পাকিস্তানি সমর্থকরা বড় স্কোরের আশা করেছিলেন । কিন্তু এরপর তাসের ঘরের মতো ভেঙে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৬ রানে ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৪২.৪ ওভারে ১৯১ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে অধিনায়ক বাবর আজম ক্যারিয়ারের ১১১তম ম্যাচে ২৯তম ফিফটির পর আউট হন। তিনি ৫৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন। দলীয় ১৬৮ রানে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তিনি ৬৯ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করে আউট হন।
আরও পড়ুনঃ আর্জেন্টিনা টি-টোয়েন্টিতে ৪২৭ রান করে বিশ্বরেকর্ড
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।
পাকিস্তানের দেয়া মামুলি টার্গেট তাড়া করতে নেমে তৃতীয় ওভারে ২৩ রানে ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এরপর বিরাট কোহলির সঙ্গে ৪২ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন বিরাট কোহলি (১৬)। দলীয় ৭৯ রানে ২ উইকেট পতনের পর স্রেয়াশ আইয়ারের সঙ্গে ৭১ বলে ৭৭ রানের জুটি গড়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬৩ বলে ৬টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করে ফেরেন।
এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ৫৩ বলে ৩৬ রানের অনবদ্য জুটি গড়ে ১১৭ বল আগেই দলকে জয়ের বন্দরেপৌঁছে দেন স্রেয়াশ আইয়ার। দলের জয়ে ৫৩ ও ১৯ রানে অপরাজিত থাকেন আইয়ার ও রাহুল।
আরও পড়ুনঃ যেভাবে বুঝবেন বিষন্নতায় ভুগছেন!