আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ব্লাড প্রেসার থেকে ইসিজি সব রিপোর্ট পাবেন স্মার্টওয়াচে । হাতের ঘড়ি এখন কাজ করছে মোবাইলের মতোই। দিনকে দিন মোবাইল ফোন যত স্মার্ট হচ্ছে তেমনি স্মার্ট হচ্ছে হাতের ঘড়িও। স্মার্টফোনের প্রায় সব কাজ এখন করা যাচ্ছে স্মার্টওয়াচে। স্মার্টফোনের সব সুবিধাসমৃদ্ধ এমনই এক স্মার্টওয়াচ লঞ্চ করেছে স্যামসাং- যেখানে বিপি, ইসিজি ট্র্যাকিং ফিচারের মতো মেডিকেল চেকআপ করা যাবে। খবর গিজমোচায়নার।
স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ সিরিজ লঞ্চ করেছে, রক্তচাপ এবং ইলেক্ট্রোকার্ডিওগ্রাম ফিচার সহ বাজারে এসেছে এই স্মার্টওয়াচ। এটি প্রথম স্মার্টওয়াচ, যাতে ওভার দ্য এয়ার অর্থাৎ ওটিএ সাপোর্ট করে। এতে আপনি স্যামসাং হেলথ মনিটর বিপি এবং ইসিজি ট্র্যাকিং ফিচারটি পেয়ে যাবেন।
যাদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে ম্যালেক্সি ওয়াচটি আপনি কিনে নিতেই পারেন। গ্যালাক্সি ওয়াচটি একটি ফটোপ্লেথিসমোগ্রাম (পিপিজি) সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে, যা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পাশাপাশি পালস রেট রেকর্ড করতে পারে এবং স্যামসাং হেলথ মনিটর অ্যাপে রেকর্ড করতে পারে।
কীভাবে স্মার্টওয়াচটি ব্যবহার করবেন
আরও পড়ুনঃ বোটের প্রথম ই-সিম যুক্ত স্মার্টওয়াচ বাজারে
✪ একটি গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে আপনার গ্যালাক্সি ওয়াচ পেয়ার করুন।
✪ তারপর আপনার কব্জিতে গ্যালাক্সি ওয়াচ পরুন।
✪ এরপর স্যামসাং হেলথ মনিটর অ্যাপটি ওপেন করুন।
✪ একটি ইসিজি রিডিং নিতে, আপনার বিপরীত হাতের আঙ্গুলগুলোকে গ্যালাক্সি ওয়াচের উপরের বোতামে ৩০ সেকেন্ডের জন্য আলতো করে রাখুন।
✪ ইসিজি ডাটা পেয়ার করা গ্যালাক্সি স্মার্টফোনের সঙ্গে সিঙ্ক করা হয় যেখানে একটি পিডিএফ রিপোর্ট তৈরি করা হয়।
আরও পড়ুনঃ এবার স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা