আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ব্রাজিলে এক্স-এর ওপর নিষেধাজ্ঞার সুযোগ নিচ্ছে ব্লুস্কাই । সম্প্রতি ব্রাজিলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পুরোপুরি নিষিদ্ধ হওয়ার পর সে অঞ্চলে নিজেদের ব্যবহারকারী সংখ্যায় বড় উত্থান দেখছে সোশাল মিডিয়া স্টার্টআপ কোম্পানি ‘ব্লুস্কাই’ (Bluesky)।
নতুন আইনি প্রতিনিধি নিয়োগে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের সুপ্রিম কোর্ট বিচারক মাস্ক মালিকানাধীন প্ল্যাটফর্মটিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর প্রায় ২০ লাখ নতুন সাইন আপ দেখেছে টুইটারের (বর্তমানে এক্স)-এর প্রতিষ্ঠাতার কোম্পানিটি।
শুক্রবার দেওয়া ওই রায়টি সোমবার অন্যান্য বিচারকরাও বহাল রেখেছেন। এর ফলে ব্লুস্কাইয়ের সক্রিয়তা ‘যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে’ গিয়ে পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছে অ্যাপটি।
“এক সপ্তাহেই ২০ লাখ নতুন মানুষ! তাদেরকে খুবই উষ্ণ অভ্যর্থনা,” উল্লেখ রয়েছে ব্লুস্কাইয়ের অফিশিয়াল অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায়। পাশাপাশি, ব্রাজিলের প্রধান ভাষা পর্তুগিজ ভাষাতেও একটি বার্তা রয়েছে এতে।
আরও পড়ুনঃ জেনে নিন সোশ্যাল মিডিয়ার ইতিহাস
ব্লুস্কাই, যার প্রতিষ্ঠাতা টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি, তাতে এক্স-এর মতো একই ধরনের বিভিন্ন সুবিধা রয়েছে। এটি একটি বিকেন্দ্রীভূত কাঠামোর ভিত্তিতে তৈরি, যার লক্ষ্য হল, ব্যবহারকারীদের মধ্যে স্বচ্ছ উপায়ে যোগাযোগ স্থাপন করা।
অ্যাপটির অ্যালগরিদম এমনভাবে নকশা করা যাতে এর মধ্যে বিভিন্ন কর্পোরেশন, সরকার বা একক ব্যক্তির প্রভাব সীমিত করা যায়। এমনকি ব্যবহারকারীর হাতেই তার নিজস্ব ডেটার নিয়ন্ত্রণ থাকে এতে।
এর আগে ২০২৩ সালে অ্যান্ড্রয়েড ও আইওএস-এ উন্মোচনের পরপরই নতুন ব্যবহারকারীদের জোয়ার দেখেছিল অ্যাপটি, যেখানে বেশিরভাগ ব্যবহারকারী এসেছিলেন মাস্ক টুইটার অধিগ্রহণ করায়। সে সময় সাইনআপের মাত্রা এত বেশি ছিল যে, নতুন ব্যবহারকারী নিয়োগের সুযোগ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল ব্লুস্কাই।
ব্রাজিলে এক্স নিষিদ্ধ করার সিদ্ধান্ত আসার পর দেশটিতে অ্যাপ চার্টের শীর্ষে অবস্থান করছে ব্লুস্কাই, যেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরেক প্রতিদ্বন্দ্বী থ্রেডস।
অ্যাপ বিশ্লেষক কোম্পানি ‘অ্যাপফিগার্স’-এর তথ্য অনুসারে, এক্স নিষিদ্ধ হওয়ার পর ব্রাজিলে ব্লুস্কাইয়ের ব্যবহারকারী বেড়েছে এক লাখ গুন।
তবে, অ্যাপের ব্যবহারকারী সংখ্যা এখনও এক্স-এর তুলনায় কম। মে মাসেই কোম্পানিটি প্রকাশ করেছে, বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারী সংখ্যা ৬০ লাখের কাছাকাছি। অন্যদিকে, ব্রাজিলে নিষেধাজ্ঞা জারির আগে এক্স-এর ব্যবহারকারী সংখ্যা ছিল আনুমানিক দুই কোটি।
গত সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে নিজের এক্স ফলোয়ারদের বিদায় জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যেখানে তিনি ব্লুস্কাই’সহ অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে থাকা নিজের অ্যাকাউন্টগুলোর লিংকও শেয়ার করেছেন।
❑ স্যোশাল মিডিয়া থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন ফিচার যুক্ত হচ্ছে