আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে প্রবীণ ১০ জন রাষ্ট্রপ্রধান কারা । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এখন ৮১ বছর। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেনের বয়স নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি, শেষপর্যন্ত নির্বাচনী লড়াই থেকে তাঁকে সরে যেতে হয়। তবে বাইডেন কিন্তু বিশ্বের সবচেয়ে প্রবীণ রাষ্ট্রপ্রধান নন।
বাইডেনের চেয়েও বয়সে বড় আরও রাষ্ট্রনায়ক আছেন। তাঁদের অনেকেই যুগের পর যুগ ধরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। কেউবা নতুন দায়িত্ব নিয়েছেন।
আসুন, এক নজরে বিশ্বের সবচেয়ে প্রবীণ (চলতি বছরের জুলাই পর্যন্ত বয়স বিবেচনা করা হয়েছে) ১০ জন রাষ্ট্রপ্রধান সম্পর্কে জেনে নিই—
পল বিয়া, ক্যামেরুন
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়ার বয়স এখন ৯১ বছর। ১৯৬০ সালে ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতালাভের পর ক্যামেরুন মাত্র দুজন প্রেসিডেন্ট পেয়েছে। পল বিয়া দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট। ১৯৮২ সালের নভেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন তিনি। তাঁর আমলে মোট আটজন প্রধানমন্ত্রী ক্যামেরুনের সরকার সামলেছেন। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে আসছেন না পল বিয়া। এমনকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে প্রেসিডেন্ট পল বিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের আলোচনা করতে নিষেধ করে দিয়েছে।
সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ, সৌদি আরব
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের বয়স ৮৮ বছর। তবে খুব বেশিদিন আগে নয়, ২০১৫ সালে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছেন তিনি। রাজতন্ত্র চালু থাকা দেশগুলোর মধ্যে বাদশাহ সালমান সবচেয়ে প্রবীণ শাসক। বাদশাহ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি কয়েক দশক ধরে রিয়াদের গভর্নর ছিলেন। তেলসমৃদ্ধ দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পোপ ফ্রান্সিস, ভ্যাটিকান সিটি
পোপ ফ্রান্সিস শুধু ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মযাজক নন, তিনি ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের পদেও আছেন। তাঁর বয়স ৮৭ বছর। পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায়। ২০১৩ সালের মার্চে তিনি ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুর দায়িত্ব নেন। আগামী জানুয়ারিতে পোপ ফ্রান্সিসের আত্মজীবনী ‘হোপ’ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
পঞ্চম হ্যারল্ড, নরওয়ে
রাজা পঞ্চম হ্যারল্ড নরওয়ের বর্তমান শাসক। তাঁর বয়স ৮৭ বছর। ১৯৯১ সালের জানুয়ারিতে সিংহাসনে বসেন তিনি। এর পর থেকে টানা দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন। অসুস্থতার কারণে সীমিত দায়িত্ব পালন করছেন পঞ্চম হ্যারল্ড। যদিও গণতান্ত্রিক দেশ নরওয়েতে রাজার পদটি আলঙ্কারিক। দেশ পরিচালনার দায়িত্ব প্রধানমন্ত্রীর।
আয়াতুল্লাহ আলী খামেনি, ইরান
আয়াতুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ নেতা। তাঁর বয়স ৮৫ বছর। ১৮৮৯ সালের আগস্টে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। টানা ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর আগে মাত্র একজন এ পদে ছিলেন। এর আগে ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি হিসেবে ধরা হয় খামেনিকে।
আরও পড়ুনঃ
❒ বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশ
❒ বিশ্বের সবচেয়ে দরিদ্র ১০ দেশ
মাইকেল হিগিংস, আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের নবম প্রেসিডেন্ট মাইকেল ড্যানিয়েল হিগিংস। তাঁর বয়স ৮৩ বছর। ২০১১ সালের নভেম্বরে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন তিনি। সেই থেকে দেশ শাসনের ভার তাঁর কাঁধে। হিগিংসের ১৩ বছরের শাসনামলে আয়ারল্যান্ডবাসী চারজনকে প্রধানমন্ত্রী পদে পেয়েছেন।
সার্জিও মাত্তারেলা, ইতালি
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার বয়স ৮৩ বছর। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন। এর আগে দীর্ঘদিন ইতালির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইতালির ইতিহাসে মাত্তারেলা সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট। তাঁর আমলে পাঁচজন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতালিবাসী।
শেখ মিশাল আল-আহমেদ আল–জাবের আল-সাবাহ, কুয়েত
কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল-আহমেদ আল–জাবের আল-সাবাহ। তাঁর বয়স ৮৩ বছর। গত বছরের ডিসেম্বরে নতুন আমির হিসেবে দায়িত্ব নেন তিনি। দেশটির ৮৬ বছর বয়সী আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর নতুন আমির হন তিনি। এর আগে ২০২১ সালে কুয়েতের পরবর্তী আমির হিসেবে তাঁকে মনোনীত করা হয়।
আলাসনে ওত্তারা, আইভরি কোস্ট
আফ্রিকার দেশ আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসনে ওত্তারা। তাঁর বয়স ৮২ বছর। দেশটির পঞ্চম প্রেসিডেন্ট তিনি। ক্ষমতায় বসেছেন ২০১০ সালের ডিসেম্বরে। তাঁর শাসনামলে সাতজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গত শতকের ৯০–এর দশকে তিনি নিজেও আইভরি কোস্টের প্রধানমন্ত্রী ছিলেন। ছিলেন অর্থনীতিবিদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) কাজের অভিজ্ঞতা আছে তাঁর।
নানগোলো এমবুমবা, নামিবিয়া
আফ্রিকার দেশ নামিবিয়ার প্রেসিডেন্ট নানগোলো এমবুমবা। তাঁর বয়স ৮২ বছর। দেশটির চতুর্থ প্রেসিডেন্ট তিনি। গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়েছেন নামিবিয়ার বর্ষীয়ান এ রাজনীতিক। এর আগে ২০১৮ সাল থেকে দেশের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন তিনি।
তথ্যসূত্র: স্ট্যাটিসটা
❑ বিশ্বের শীর্ষ দশ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল বাড়ি কোনগুলো?