আইসিটি স্পোর্টস ডেস্ক: বিপিএলের ১১তম আসরের আগে একনজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি সব তথ্য । রাত পোহালে শুরু বিপিএলের নতুন আসর। অথচ আগের দিন সন্ধ্যা পর্যন্তও ঘোষণা করা হয়নি অংশগ্রহণকারী সব দলের অধিনায়কের নাম! সন্ধ্যার পর নিজেদের অধিনায়কের নাম জানায় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স।
টিকেট বিক্রি শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগের দিন সন্ধ্যায়। টুর্নামেন্ট শুরুর আগে এবার ট্রফি নিয়ে অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনও হয়নি। সবকিছুর পর কিছু সম্ভাবনা, কিছু শঙ্কা আর অনেক কৌতূহল নিয়ে শুরু হচ্ছে বিপিএলের আরেকটি আসর।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। খেলা শুরু দুপুর দেড়টায়।
বিপিএলের ১১তম আসরের আগে একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টের খুঁটিনাটি সব তথ্য।
টুর্নামেন্টে দল কয়টি
গত কয়েক আসরের মতো এবারও ৭ দলের অংশগ্রহণে হবে বিপিএল। আগের চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। এছাড়া ২০১৩ সালের পর আবার বিপিএলে ফিরেছে চিটাগং কিংস।
সাত দলের অধিনায়ক
চ্যাম্পিয়ন অধিনায়ক তামিম ইকবালকে আবার দায়িত্ব দিয়েছে ফরচুন বরিশাল। আগের মতোই নুরুল হাসান সোহানের ওপর আস্থা রেখেছে রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সে জাকির হাসান, জাকের আলিরা কেউ অধিনায়কত্বের ভার নিতে রাজি হননি। শেষ পর্যন্ত অভিজ্ঞ অলরাউন্ডার আরিফুল হকের কাঁধে বর্তেছে সেই দায়িত্ব। খুলনা টাইগার্সের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
দুর্বার রাজশাহীর অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ওপেনার এনামুল হক। চিটাগং কিংসের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিঠুন। টুর্নামেন্টের একমাত্র বিদেশি অধিনায়ক ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা।
টুর্নামেন্টের ফরম্যাট
৪০ দিনের টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ৪৬টি ম্যাচ। প্রথম পর্বে প্রতি দল পরস্পরের সঙ্গে দুটি করে, মোট ১২টি ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের সেরা চার দল নিয়ে হবে প্লে-অফ পর্ব।
টেবিলের শীর্ষে থাকা দুই দল পাবে ফাইনাল খেলার দুটি সুযোগ। প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে। এলিমিনেটর ম্যাচটি খেলবে টেবিলের তৃতীয় ও চতুর্থ দল।
আগামী ৭ ফেব্রুয়ারি হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
টুর্নামেন্টের ভেন্যু
গত কয়েক আসরের মতো তিনটি মাঠেই হবে এবারের বিপিএল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ধাপে হবে ৮ ম্যাচ। পরে ৬ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে পরবর্তী ১২ ম্যাচ।
এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে হবে ১২টি ম্যাচ। শেষের ১৪ ম্যাচের জন্য আবার মিরপুরে ফিরবে বিপিএল।
টুর্নামেন্টের সময়সূচি
প্রতিদিন দুপুর দেড়টায় শুরু দিনের প্রথম ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে হবে দ্বিতীয় ম্যাচ। তবে শুক্রবার বদলে যাবে এই সূচি। সাপ্তাহিক ছুটির দিনটিতে প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, পরেরটি সন্ধ্যা ৭টায়।
টিকেট নিয়ে হুলস্থুল
উদ্বোধনী ম্যাচের ২২ ঘণ্টারও কম সময় বাকি থাকতে ছাড়া হয়েছে টিকেট। রোববার দুপুর পৌনে ১২টার আগে জানানো হয়নি টিকেটের বিষয়ে কোনো তথ্য। এ দিন সকাল থেকেই আগ্রহী দর্শকরা ভিড় জমায় মিরপুর স্টেডিয়ামের সামনে। পরিষ্কার কোনো তথ্য না পেয়ে একসময় স্টেডিয়ামের মূল ফটক (২ নম্বর গেট) ভাঙার চেষ্টাও করে উত্তেজিত দর্শকরা।
টিকেট পাওয়া যাবে কীভাবে
সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা খরচ হবে মাঠে বসে বিপিএলের খেলা দেখতে। বিসিবির নতুন ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকেট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা। এছাড়া মধুমতি ব্যাংকের ৭টি শাখা থেকে সশরীরেও কেনা যাবে টিকেট।
কোথায় দেখা যাবে খেলা
বিপিএলের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। অনলাইনে টি স্পোর্টস ওয়েবসাইট ও র্যাবিটহোলবিডি ওয়েবসাইটে দেখা যাবে খেলা।
তারার তেজ নেই
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার এসএটি-টোয়েন্টির সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে গত কয়েক আসরের তুলনায় এবারের বিপিএলে বিদেশি নামি ক্রিকেটার দেখা যাবে না তেমন।
সবচেয়ে বড় তারকা আছেন চিটাগং কিংসের কোচিং স্টাফে। মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে দলটিতে থাকছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি।
ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকাও আফ্রিদির পরিবারেরই একজন। ফরচুন বরিশালে খেলবেন শাহিদ আফ্রিদির মেয়ের জামাই বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। একই দলে দেখা যাবে ইংল্যান্ডের দাভিদ মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্স, আফগানিস্তানের মোহাম্মদ নাবিদের।
টুর্নামেন্ট শুরুর আগের দিন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়কে দলে নিয়ে খানিকটা চমক দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
রংপুর রাইডার্সে কয়েকটি ম্যাচ খেলার কথা অ্যালেক্স হেলসের। একই দলে আফগান স্পিনার এএম গাজানফারের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত আসছেন না তরুণ এই সেনসেশন। চিটাগং কিংসের খেলোয়াড় তালিকায় আছে ইংলিশ অলরাউন্ডার মইন আলির নাম। তাকে দলে পেতে চায় ফরচুন বরিশালও। তবে শেষ পর্যন্ত এবারের আসরে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা কমই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার নেই। বিপিএলে দেখা যাবে না পরিচিত মুখ সুনিল নারাইন, আন্দ্রে রাসেলের মতো তারকাদেরও। গত দুই আসরে কুমিল্লায় খেলা জনসন চার্লস এবার থাকছেন ঢাকা ক্যাপিটালসে।
হয়নি অধিনায়কদের ফটোসেশন
বিপিএলের প্রতি আসরেই টুর্নামেন্ট শুরুর আগের দিন সব দলের অধিনায়ক বা প্রতিনিধিদের নিয়ে হয় আনুষ্ঠানিক ফটোসেশন। কিন্তু এবার তেমন কোনো আয়োজন রাখা হয়নি। অবশ্য রোববার সন্ধ্যা পর্যন্ত জানাই যায়নি সাত দলের অধিনায়কের নাম।
যা কিছু নতুন
বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকবার এবারের বিপিএলকে অন্যরকমভাবে আয়োজনের বার্তা দিয়েছেন ফারুক আহমেদ। প্রচার-প্রচারণার দিক থেকে ভালোভাবেই সেই চেষ্টা করেছে আয়োজকরা।
তারুণ্যের উৎসব-২০২৫ এর মাধ্যমে উন্মোচন করা হয় বিপিএলের মাসকট ‘ডানা ৩৬।’ ঘটা করে প্রকাশ করা হয় নতুন থিম সং ‘আবার এলো বিপিএল।’ এছাড়া জুলাই গণআন্দোলনের স্মৃতিতে বিপিএলের আনুষ্ঠানিক গ্রাফিতিও উন্মোচন করা হয়।
এবার প্রথম গ্যালারিতে বিনামূল্যে পানি পান করতে পারবেন খেলা দেখতে আসা দর্শকরা। জুলাই গণআন্দোলনে জীবন দেওয়া মীর মুগ্ধের স্মরণে ‘মুগ্ধ কর্নার’ তৈরি করে গ্যালারিতে করা হবে বিনামূল্যে পানির ব্যবস্থা।
শহীদ মুশতাক স্ট্যান্ডে ৩০০টি আসন নিয়ে ‘বর্জ্যশূন্য কর্নার’ করা হয়েছে। এছাড়া কয়েক আসর বিরতি দিয়ে এবার ফিরেছে সীমানার বাইরে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড। যা কিছুটা হলেও বাড়াতে পারে সম্প্রচারের মান।
৭ দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট
ফরচুন বরিশাল স্কোয়াড
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরি, রিশাদ হোসেন, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, প্রিতম কুমার, ইকবাল হোসেন ইমন
বিদেশি ক্রিকেটার: দাভিদ মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নাবি (আফগানিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহান্দাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)
টিম ম্যানেজমেন্ট: সাব্বির খান (ম্যানেজার), মিজানুর রহমান (প্রধান কোচ), নাফিস ইকবাল (ব্যাটিং কোচ), হুমায়ুন কবির (সহকারী কোচ), শাহিন হোসেন (ফিল্ডিং কোচ), বায়েজিদুল ইসলাম (ফিজিও), তুষার কান্তি হাওলাদার (ট্রেনার), বিকাশ শার্মা (সহকারী ট্রেনার), আকশায় হিরমাথ (অ্যানালিস্ট)
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: আরিফুল হক (অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, জাকের আলি, রনি তালুকদার, আল আমিন হোসেন, রুয়েল মিয়া, নিহাদউজ্জামান, নাহিদুল ইসলাম, মেহেদি হাসান সোহাগ, টিপু সুলতান, জাওয়াদ আবরার।
বিদেশি ক্রিকেটার: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মানজি (স্কটল্যান্ড), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ)
টিম ম্যানেজমেন্ট: একেএম মাহমুদ ইমন (প্রধান কোচ), সৈয়দ রাসেল (সহকারী কোচ), তুষার ইমরান (ব্যাটিং কোচ), ডলার মাহমুদ (বোলিং কোচ), মুরাদ খান (ফিল্ডিং কোচ), ইয়াকুব চৌধুরি (ট্রেনার), উজ্জল জহুরুল হক (ফিজিও), শাওন জাহান (অ্যানালিস্ট), টিপু সুলতান (ম্যানেজার)।
রংপুর রাইডার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ইরফান শুক্কুর, তৌফিক খান, আজিজুল হাকিম তামিম।
বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকউল্লাহ আটাল (আফগানিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), কার্টিস ক্যাম্পার (আয়ারল্যান্ড), স্টিভেন টেলর (যুক্তরাষ্ট্র), আকিফ জাভেদ (পাকিস্তান)।
টিম ম্যানেজমেন্ট: মিকি আর্থার (প্রধান কোচ), মোহাম্মদ আশরাফুল (সহকারী কোচ), মোহাম্মদ রফিক (মেন্টর ও স্পিন বোলিং কোচ), ফাহিম আমিন (ফিল্ডিং কোচ), শাহরিয়ার নাফীস (ব্যাটিং পরামর্শক), ভিক্রাম চান্দ্রাশেখারান (অ্যানালিস্ট)
খুলনা টাইগার্স স্কোয়াড
দেশি ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, হাসান মাহমুদ, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার, রুবেল হোসেন।
বিদেশি ক্রিকেটার: লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), দারভিশ রাসুলি (আফগানিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান)।
টিম ম্যানেজমেন্ট: রাজু কুমার দত্ত (ম্যানেজার), তালহা জুবায়ের (প্রধান কোচ), নাসিরউদ্দিন ফারুক (ব্যাটিং কোচ), মামুনুর রশিদ (সহকারী কোচ), মোহাম্মদ সেলিম (ফিল্ডিং কোচ), মোর্শেদ হোসেন সিজার (ট্রেনার), দেলোয়ার হোসেন (ফিজিও), মহসিন শেখ (অ্যানালিস্ট)
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড
দেশি ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ চৌধুরি, রহমতউল্লাহ আলি, মেহেদি হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান, আলাউদ্দিন বাবু।
বিদেশি ক্রিকেটার: থিসারা পেরেরা (অধিনায়ক, শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিভেন এসকেনাজি (ইংল্যান্ড), চাতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জাহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনাওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান), জেপি কোটজে (নামিবিয়া), শুভাম সুভাস রাঞ্জানা (যুক্তরাষ্ট্র), জেসন রয় (ইংল্যান্ড)
টিম ম্যানেজমেন্ট: আতিক ফাহাদ (টিম ডিরেক্টর), খালেদ মাহমুদ (প্রধান কোচ), সাঈদ আজমল (মেন্টর), ফয়সাল হোসেন (সহকারী কোচ), নিয়াজ উল ইসলাম (ট্রেনার), শাহ হুসাইন (অ্যানালিস্ট), সাইফুর রহমান সাইফ (ম্যানেজার), জয় বিশ্বাস (ফিজিও)
আরও পড়ুনঃ
❒ আইপিএলের মেগা নিলামের পর কোন দল কেমন হলো
❒ বিপিএল ২০২৫ এর পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিন
❒ বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন
❒ দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড
চিটাগং কিংস স্কোয়াড
দেশি ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল জাভেদ, শেখ পারভেজ রহমান, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ, ইফরান হোসেন
বিদেশি ক্রিকেটার: মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কনেল (অস্ট্রেলিয়া), খাওয়াজা নাফে (পাকিস্তান), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র), জুবাইরউল্লাহ আকবারি (আফগানিস্তান), হুসাইন তালাত (পাকিস্তান), আলি রাজা (পাকিস্তান)।
টিম ম্যানেজমেন্ট: সামির কাদের চৌধুরি (চিফ প্যাট্রন), নাসির আহমেদ (টিম ডিরেক্টর), লাবলুর রহমান (ম্যানেজার), শাহিদ আফ্রিদি (মেন্টর ও শুভেচ্ছাদূত), শন টেইট (প্রধান কোচ), এনামুল হক জুনিয়র (সহকারী কোচ), মাহবুবুল আলম (ব্যাটিং কোচ), মুজাদ্দেজ আলফা সানি (ফিজিও), গ্র্যান্ট ট্র্যাফর্ড লুডেন (ট্রেনার), অনিক নিওগি (এনালিস্ট)
দুর্বার রাজশাহী স্কোয়াড
দেশি ক্রিকেটার: এনামুল হক (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), জিসান আলম, আকবর আলি, সানজামুল ইসলাম, ইয়াসির আলি, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ, এসএম মেহেরব হাসান, মিজানুর রহমান
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হারিস (পাকিস্তান), আরাফাত মিনহাজ (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা), সালমান মির্জা (পাকিস্তান)
টিম ম্যানেজমেন্ট: মেহরাব হোসেন (ম্যানেজার), এজাজ আহমেদ (প্রধান কোচ), রাও ইফতিখার (সহকারী কোচ), শরিফুল হাসান (ফিজিও), সজীব দত্ত সাজু (ট্রেনার), মোহাম্মদ ফয়সাল রাই (অ্যানালিস্ট)
❑ ক্রিকেট থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ অনলাইনে বিনামূল্যে বিপিএল ২০২৫ খেলা দেখবেন যেভাবে