আইসিটি স্পোর্টস ডেস্ক: বিপিএলের দশম আসরের কোন পুরস্কার কার হাতে গেল । এক জয়ের পর টানা তিন ম্যাচ হারলেও শেষ পর্যন্ত বিপিএলের ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে পাওয়া জয়ে ট্রফিটি বরিশালের প্রথম। শিরোপা জেতার মঞ্চে কুমিল্লার খেলোয়াড়রা ব্যক্তিগত পুরস্কার পাওয়ার দৌড়েও আধিপত্য দেখিয়েছেন।
এবারের আসরে দুর্দান্ত ঢাকা বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। গ্রুপপর্ব পর্যন্ত খেললেও দলের ওপেনার নাঈম শেখ জিতেছেন সেরা ফিল্ডারের পুরস্কার। ১২ ম্যাচে ৮টি ক্যাচ নিয়েছিলেন তিনি।
এবারের আসরটা দারুণ কেটেছে দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলামেরও। দল ভালো না করলেও বল হাতে তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। ১২ ম্যাচে ২২ উইকেট শিকার করেন এ পেসার। এরমধ্যে প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। ফলস্বরূপ সর্বোচ্চ উইকেটশিকারির পুরস্কার পেয়েছেন শরিফুল।
দশম আসরের ফাইনাল সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কাইল মেয়ার্স। বরিশালের এই ক্রিকেটার ফাইনালে বল হাতে ২৬ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন দলীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস। শুধু ফাইনালই না, টুর্নামেন্টজুড়েই আলো ছড়িয়েছেন তিনি।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের দলপতি তামিম ইকবাল। ট্রফি জেতার পাশাপাশি তিনি হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকও। ১৫ ম্যাচে ১২৭.১৩ স্ট্রাইকরেটে ৪৯২ রান করেছেন তিনি। ফাইনালে তার ব্যাট থেকে এসেছে গুরুত্বপূর্ণ ৩৯ রান।
দশম আসরের রানার আপ দল পাবে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকা। চ্যাম্পিয়ন দলের অর্থপুরস্কার ২ কোটি টাকা।
আরও পড়ুনঃ বিপিএলে প্রথমবারের মতো শিরোপা জেতার স্বাদ পেলো বরিশাল