আইসিটি ওয়ার্ল্ড নিউজ: বিনা অ্যাপে মোবাইলের স্ক্রিন রেকর্ড করুন । আজকের দিনে অনেক সময় মোবাইলের স্ক্রিন রেকর্ড করা প্রয়োজন হয়—টিউটোরিয়াল তৈরি, গেমপ্লে শেয়ার কিংবা সমস্যা বোঝানোর জন্য। কিন্তু বেশিরভাগ সময়ই আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হয় না, কারণ আধুনিক মোবাইলের মধ্যে এই ফিচার থাকে নিজেই।
কিভাবে করবেন:
অ্যান্ড্রয়েড:
১। স্ক্রিনের উপরে থেকে নিচে সোয়াইপ করে কুইক সেটিংস মেনু খুলুন।
২। “Screen Recorder” আইকন খুঁজে নিন (না থাকলে এডিট করে যুক্ত করুন)।
৩। আইকনে ক্লিক করে রেকর্ডিং শুরু করুন।
৪। রেকর্ডিং বন্ধ করতে উপরের নোটিফিকেশন থেকে “Stop” বাটনে চাপুন।
আরও পড়ুন:
❒ নেট নেই? এই ৩টি অ্যাপ অফলাইনে চালাবে অফিসের কাজ!
❒ আপনার ছবি থেকে টেক্সট কপি করুন-স্মার্ট ফোনেই!
❒ এক ক্লিকে PDF তৈরি-মোবাইল দিয়েই!
❒ ফ্রিতে Canva Pro ব্যবহার করুন-এই ট্রিকস কাজে লাগান!
❒ ১ মিনিটে আপনার মোবাইল দ্রুত করুন-৩টি সেটিংস অফ করলেই হবে!
❒ জিমেইলের ১০টি সেটিংস যা আপনার সময় বাঁচাবে
আইফোন (iOS):
১। Control Center খুলতে স্ক্রিনের উপরের ডানদিক থেকে নিচে সোয়াইপ করুন (বা পুরোনো আইফোনে নিচ থেকে উপরে)।
২। “Screen Recording” বাটনে চাপ দিন।
৩। ৩ সেকেন্ড কাউন্টডাউন শেষে রেকর্ডিং শুরু হবে।
৪। বন্ধ করতে উপরের লাল বার বা আইকনে ট্যাপ করুন।
আপনার ফোনেই সহজে, কোন অতিরিক্ত অ্যাপ ছাড়া স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এই টুলটি কাজে লাগিয়ে ভিডিও টিউটোরিয়াল, গেমপ্লে, প্রেজেন্টেশন খুব সহজেই তৈরি করুন।
❑ আইসিটি টিপস থেকে আরও পড়ুন
আরও পড়ুন: ১ মিনিটে YouTube ভিডিও থেকে সাবটাইটেল বের করুন