বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারে জাতিসংঘের সতর্কবার্তা । শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত রোধে, শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে রক্ষা করতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। খবর বিবিসির।
ইউনেস্কো বলছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে যে শিক্ষাগত পারফরম্যান্স কমে যায় এবং স্ক্রিন টাইম বেশি হলে শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলে তার প্রমাণ রয়েছে।
জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানানোর মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ধরনের ডিজিটাল প্রযুক্তিই ‘মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির’ অধীন হওয়া উচিত এবং কখনোই তা শিক্ষকের সঙ্গে মুখোমুখি মিথস্ক্রিয়ার বিকল্প হওয়া উচিত নয়।
ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে বলেন, ডিজিটাল বিপ্লবের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সমাজে ভালোর জন্য এর নিয়ন্ত্রণের বিষয়েও সতর্কতা উচ্চারণ করা হয়েছে। একইভাবে শিক্ষার ক্ষেত্রে একে কীভাবে ব্যবহার করা হয় সেদিকেও মনোযোগ দেয়া উচিত।
গবেষণায় দেখা গেছে, কোনো স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করলে সেখানকার লেখাপড়ার ফলাফল আগের চেয়ে ভালো হয়। তবে গড় হিসাবে প্রতি চারটি দেশের মধ্যে একটিরও কম জায়গায় স্কুলে ফোন নিষিদ্ধ করার মতো আইন রয়েছে বলে উঠে এসেছে এক প্রতিবেদনে। যুক্তরাজ্যে সাধারণত প্রধান শিক্ষকরা এ নিয়ম জারি করলেও দেশটির বেশিরভাগ স্কুলেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
২০১৭ সালে বাংলাদেশেও শিক্ষক ও ছাত্র উভয়ের জন্যই ক্লাসরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা ফ্রান্সেও রয়েছে। তবে বিশেষ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এতে বিকল্প রাখা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার করা যেতে পারে।
২০২১ সালে ইংল্যান্ডের স্কুলগুলোয় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন। তবে বর্তমান শিক্ষা বিভাগ বলছে, স্কুল চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করা যাবে কিনা, তা প্রধান শিক্ষকের সিদ্ধান্তের বিষয়।
বিশ্বের ২০০টি শিক্ষাব্যবস্থা বিশ্লেষণের ভিত্তিতে ইউনেস্কো জানিয়েছে, কিছু দেশ আইন বা নির্দেশনার মাধ্যমে স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করেছে।
সম্প্রতি নেদারল্যান্ড ঘোষণা করেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ক্লাসরুমে ফোন, ট্যাবলেট এবং স্মার্টওয়াচ নিষিদ্ধ করা হবে। ডাচ সরকার বলছে, শিক্ষার্থীদের স্কুলের কাজে মনোনিবেশ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
আরও পড়ুনঃ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?