আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: বাড়তি নিরাপত্তা দিতে হোয়াটসঅ্যাপে ই-মেইল যোগ হচ্ছে । মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। ব্যবহারকারীদের জন্য নতুন সব ফিচারও চালু করা হচ্ছে। প্লাটফর্মটি ম্যাটেরিয়াল ডিজাইন ৩-এর গাইডলাইন অনুসরণ করে ইউআই ও ইউএক্সে বেশ পরিবর্তন এনেছে। নতুন ইউজার ইন্টারফেসও বেটা আপডেটের মাধ্যমে চালু করা হয়েছে। এর পাশাপাশি নতুন একটি নিরাপত্তা ফিচার নিয়ে কাজ করছে প্লাটফর্মটি।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে টাকা আয় করার উপায়
অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়াতে ই-মেইল ঠিকানা যোগ করতে কাজ শুরু করেছে মেটার তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। এখন অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণের ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো এ তথ্য জানিয়েছে।
ডব্লিউএবেটা ইনফোর তথ্য অনুসারে, অ্যান্ড্রয়েড ২.২৩.২৪.১০-এ হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ইনস্টল করলে
ব্যবহারকারীরা ই-মেইল ঠিকানা খুঁজে পাবেন। বাড়তি নিরাপত্তা দিতে ব্যবহারকারীরা ই-মেইল অ্যাড্রেস নামের বাটন চেপে ই-মেইল ঠিকানা যোগ করতে পারবেন। এটি খুঁজে পেতে হোয়াটসঅ্যাপ সেটিংস থেকে অ্যাকাউন্টে যেতে হবে। সেখানে ই-মেইল অ্যাড্রেসে গিয়ে ই-মেইল ঠিকানা যোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে ই-মেইল ঠিকানা যোগ করার সুবিধাটি ঐচ্ছিক। ব্যবহারকারী চাইলে ই-মেইল ঠিকানা যোগ করতে পারবেন। এ সুবিধা চালু করলে অন্য যন্ত্রে হোয়াটসঅ্যাপ চালু করতে ই-মেইল নিশ্চিত করতে হবে। তবে এখন যে এসএমএস ভেরিফিকেশন ব্যবহৃত হয়, সেটিও চালু থাকবে।
ডব্লিউএবেটা ইনফোর নিবন্ধে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে ই-মেইল ঠিকানা যোগ করা হলেও ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে ফোন নম্বর ব্যবহার করতে হবে। ফোন নম্বর দিয়েই ব্যবহারকারীকে খুঁজে পাওয়া যাবে। অ্যাকাউন্ট চালুর পর বাড়তি নিরাপত্তার জন্য ব্যবহারকারী ই-মেইল ঠিকানা যোগ করতে পারবেন। এরপর ফোন নম্বর ছাড়া ই-মেইল ঠিকানা দিয়েও হোয়াটসঅ্যাপে ঢোকার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এখন বেটা সংস্করণে ব্যবহার করা গেলেও খুব শিগগিরই সবার জন্য সুবিধাটি উন্মুক্ত করা হবে।
সূত্র: নিউজ১৮ ডটকম
আরও পড়ুনঃ ‘এআই’ বছরের সেরা শব্দ নির্বাচিত