বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয় । অসাধারণ বোলিং নৈপুন্যে আফগানিস্তান বিশ্বকাপে তাদের ১৪ টা টানা পরাজয়ের ধারাটি ভেঙে দিয়েছে। আফগানরা রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টুর্নামেন্টের তাদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করেছে। ওয়ানডে ফরম্যাট এবং আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এটাই আফগানিস্তানের প্রথম জয়।
রবিবার (১৫ অক্টোবর) ভারতের দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৮৪ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে ৫৭ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার রমানউল্লহা গুরবাজ। ৬৬ বলে তিন চার আর দুটি ছক্কায় ৫৮ রান করেন ইকরাম আলি খিল। ২৮ রান করে করেন ইবরাহিম জাদরান ও মুজিব উর রহমান।
আরও পড়ুনঃ ভারতের কাছে পাকিস্তানের ৮ম নির্মম পরাজয়
টার্গেট তাড়া করতে নেমে মুজিব উর রহমান-রশিদ খান ও মোহম্মদ নবিদের স্পিন আর ফজলহক ফারুকি এবং নাভিন উল হকের গতিতে বিধ্বস্ত হয়ে ৪০.৩ ওভারে ২১৫ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে ৬১ বলে ৭টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন হ্যারি ব্রুকস। এছাড়া ৩২ রান করেন ওপেনার ডেভিড মালান।
আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। দুই উইকেট নেন মোহাম্মদ নবি। একটি করে উইকেট নেন পেসার নাভিন উল হক ও ফজলহক ফারুকি। দলের জয়ে ১০ ওভারে ৫১ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন মুজিব উর রহমান।
খেলা শেষে মুজিব উর রহমান বলেন বলেন, আমি এই পুরষ্কারটি উৎসর্গ করতে চাই স্বদেশে ফিরে আসা মানুষদের, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। উল্লেখ্য, গত (১১ অক্টোবর) বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটিতে ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুনঃ আল্লাহর কতজন নবীকে হত্যা করেছিল বনি ইসরাইল