আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ফেসবুকে নতুন এডিটিং টুল । বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। যেখানে ছবি, ভিডিও, মনের কথা শেয়ার করার পাশাপাশি আয়ও করতে পারেন। তাই তো দিন দিন আপডেট হচ্ছে প্ল্যাটফর্মটি। এবার নতুন একটি টুল যুক্ত করলো ফেসবুক। এখন থেকে ব্যবহারকারীরা ফেসবুকে রিফাইন্ড এডিটিং টুলস ব্যবহার করার সুযোগ পাবেন।
এছাড়াও এখন থেকে ব্যবহারকারীরা এইচডিআর ভিডিও আপলোড করতে সক্ষম হবেন এবং পুরোনো ওয়াচ ট্যাবের পরিবর্তে
ভিডিও ট্যাব অপশন দেখা যাবে। অর্থাৎ ফেসবুকের ব্যবহারকারীদের ভিডিও এডিটিং করা আরও সহজ হবে।
ফেসবুকের নতুন এডিটিং টুলের সাহায্যে ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য এফেক্ট যোগ করতে পারবেন। এছাড়াও ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করতে পারবেন।
নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করতে এবং দেখতে পারবেন। ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে রিলস, দীর্ঘ ভিডিও এবং লাইভ সব কিছু দেখতে পাওয়া যাবে। এই ভিডিও অপশনটি অ্যান্ড্রয়েড অ্যাপে উপরের দিকে এবং আইওএস-এর নিচে প্রদর্শিত হবে। এর ফলে ফেসবুকে ভিডিও দেখা এবং এডিটিং করা আরও বেশি সহজ হয়ে উঠবে।
এছাড়া রিল এডিটিং টুলও পাবেন। এর মাধ্যমে ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি ভিডিওতে অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। মেটা ফেসবুকে বিভিন্ন এডিটিং টুলসের বিকল্পও যোগ করেছে। যার মাধ্যমে চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। একই সঙ্গে এই ভিডিও রিভার্স বা রিপ্লেস করতে পারবেন।
সূত্র: টেকক্রাঞ্চ
আরও পড়ুনঃ X-59 flight: মাত্র দুই ঘন্টায় পুরো বিশ্ব ভ্রমণ