আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ফেসবুকে কখন পোস্ট দিলে বেশি ভিউ পাওয়া যায় । অনেকে ফেসবুক ব্যবহার করে খুশি নন। কারণ ছবি, ভিডিও কিংবা কোনো স্ট্যাটাস পোস্ট করা হোক না কেন তাকে মন মতো এনগেজমেন্ট পাওয়া যায় না। যার ফলে সমস্যায় পড়তে হয় তাদের। এক্ষেত্রে অনেকে প্রোমোশন করে প্রয়োজনীয় এনগেজমেন্ট বাড়াতে হয় তাদের।
ফেসবুক নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যবহারকারীরা পোস্টের মাধ্যমে প্রতিদিনের নানা ঘটনা তুলে ধরেন। অনেকে আবার ফেসবুক পোস্টের মাধ্যমে ব্যবসাকে প্রমোট করেন। অনেকে পোস্ট দিলেই লাইক-কমেন্টস-শেয়ারে ভেসে যায়। আবার অনেকেরটা সেভাবে সাড়া মেলে না। গবেষকরা বলছেন, সঠিক সময়ে দিতে না পারলে যত ভালো পোস্টই হোক ভালো ভিউ পাবেন না।
আরও পড়ুনঃ স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার উপায়
মোবাইল ব্যবহারকারীদের মধ্যে অনেকেই ফেসবুক ব্যবহারকারী। কিন্তু কেউ কেউ এ প্লাটফর্ম ব্যবহার করে খুশি নন। কারণ কিছু শেয়ার করলে লাইক-কমেন্ট কম হয়। ফলে তারা হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় নজরে রাখলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। অর্থাৎ কোন সময় ফেসবুকে পোস্ট করছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যখন ইচ্ছা পোস্ট করলেই কিন্ত ফেসবুকে সমান এনগেজমেন্ট পাওয়া সম্ভব নয়। কারণ সব সময় ফেসবুকের ট্র্যাফিক সমান থাকে না। সেজন্য নির্দিষ্ট দিনে ও নির্দিষ্ট সময়ে ফেসবুকে কন্টেন্ট আপলোড করা উচিত।
এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে স্প্রাউটসোশ্যাল নামের একটি সংস্থা। তারা নিজেদের ওয়েবসাইটে এই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী, বিগত বছরগুলোতে দেখা গেছে, সকালের কিছু সময় পর ফেসবুকে পোস্ট করা হয় তাহলে সবথেকে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকত। কিন্তু চলতি বছর থেকে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকালে কন্টেন্ট পোস্ট করলে সবচেয়ে বেশি এনগেজমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি সংখ্যক মানুষ সেই কন্টেন্ট দেখেন।
তথ্যসূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ কোন বয়সে শিশুকে কেমন খেলনা দেওয়া উচিত