আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রিয় শিক্ষককে উপহার দেয়ার মতো কিছু গ্যাজেট । আজ বিশ্ব শিক্ষক দিবস। ১৯৬৬ সালের ৫ অক্টোবর ফ্রান্সের প্যারিসে শিক্ষকদের অবস্থা নিয়ে আন্তঃসরকার সম্মেলন হয়েছিল। সেখানেই শিক্ষকদের কথা চিন্তা করে ইউনেস্কো এবং আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও) কিছু পরামর্শে স্বাক্ষর করে। এতে শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং বিশ্বব্যাপী শিক্ষকতা পেশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ছিল। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর শিক্ষক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
যারা নিরলস পরিশ্রম করেন সন্তানতুল্য ছাত্র-ছাত্রীদের মানুষ করার জন্য। যারা ভালো মানুষ হয়ে গড়ে তুলবে একটি সমাজ, একটি রাষ্ট্র। শিক্ষকরা তাদের আদর্শ, জ্ঞানের পুরো ভাণ্ডার ঢেলে দেন তার ছাত্র-ছাত্রীদের মাঝে।
সেই সব শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানাতে পুরো বিশ্বে আজ পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। প্রিয় শিক্ষককে আজ উপহার দিতে পারেন। এজন্য বেছে নিতে পারেন স্মার্ট সব গ্যাজেটগুলো। দেখে নিন প্রিয় শিক্ষককে উপহার দিতে পারেন একম কিছু গ্যাজেট সম্পর্কে-
বিস্তারিত পড়ুন-
স্মার্টফোন
বর্তমানে স্মার্ট ডিভাইসের সঙ্গেই আমাদের কাটছে সারাদিন। তাই একটি স্মার্টফোন উপহার হিসেবে কিনতে পারেন। স্মার্টফোন থাকলে খুব সহজেই বিভিন্ন অ্যাপের মাধ্যমে বাজার কথা থেকে শুরু করে জরুরি প্রয়োজনে গাড়ি ডাকা সব কাজই করা যাবে। এমনকি বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে। যে কোনো বাজেটের মধ্যেই খুব ভালো ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন শিক্ষককে উপহার দেওয়ার জন্য।
আরও পড়ুনঃ বন্ধুকে উপহার দিতে পারেন যেসব গ্যাজেট
স্লিপ ট্র্যাকার
স্বাস্থ্য ঠিক রাখতে এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে স্বাস্থ্যের সব কিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি। পরিমিত ঘুম শরীর ভালো রাখতে সাহায্য করে। এই গ্যাজেটটির মাধ্যমে ঘুমের পরিমাণ এবং সময় জানা যাবে।
স্মার্টওয়াচ
সময় দেখা ছাড়াও নানা কাছে ব্যবহার করা যায় স্মার্টওয়াচ। বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখতে অসংখ্য ফিচার দেওয়া থাকে। হার্ট রেট, ডায়াবেটিস এখন স্মার্টওয়াচেই মেপে নিতে পারবেন। ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেলও (SpO2) পরিমাপ করতে পারবেন। সারাক্ষণ স্মার্টওয়াচ শারীরিক অবস্থার জানান দেবে। ব্যবহারকারী দিনে কতগুলো স্টেপ হাঁটলেন, কত ক্যালোরি বার্ন করলেন, তা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক রিপোর্ট দেখায় স্মার্টওয়াচ। স্লিপ মনিটরিং সেন্সরও রয়েছে স্মার্টওয়াচে।
ফুড মাস্যাজার
এখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন বিভিন্ন কাজ করার পরে পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। আর সেই দিকে হয়তো আমাদের সবসময় নজর দেওয়া হয় না। তাই এ ধরনের ফুট ম্যাসাজার উপহার দিতে পারেন বাবাকে। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুড মাস্যাজার পাবেন বাজারে।
স্মার্ট স্পিকার
অবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে অনেক স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।
ডিজিটাল তসবি
শিক্ষককে উপহার দিতে পারেন ডিজিটাল তসবি। এখন বাজারে বিভিন্ন ধরনের আকর্ষণীয় তসবি পাওয়া যায়। যা গণনায় নির্ভুল রাখবে এবং যে কোনো জায়গায় বহন করাও খুব সহজ হবে।
আরও পড়ুনঃ ইংলিশ বোলারদের তুলোধুনো করে জিতল কিউইরা