আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রযুক্তি ব্যক্তিত্ব : রিচার্ড ব্রডি । ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়তম সফটওয়্যারের নাম মাইক্রোসফট ওয়ার্ড। বহুল ব্যবহূত এই সফটওয়্যারটির নির্মাতা রিচার্ড রিভস ব্রডি। ১৯৫৯ সালের ১০ নভেম্বর জন্ম নেওয়া ব্রডি হার্ভার্ড কলেজে ফলিত গণিত বিষয়ে স্নাতক কোর্সে ভর্তি হন ১৯৭৭ সালে। তার সহশিক্ষার বিষয় ছিলো কম্পিউটার বিজ্ঞান। এখান থেকে তিনি চলে যান পালো আল্টো, ক্যালিফোর্নিয়াতে এবং সেখানে জেরক্স কর্পোরেশনের অ্যাডভান্সড সিস্টেম ডিভিশনে কাজ নেন। আইসিটি ওয়ার্ড নিউজ
আরও পড়ুনঃ প্রযুক্তি ব্যক্তিত্ব : অ্যালান কুপার
সেখানে তার পরিচয় হয় চার্লস সিমোনির সাথে এবং তার সাথেই তিনি আল্টো কম্পিউটারের জন্য এক্স ওয়ার্ড প্রসেসর তৈরি করেন। সিমোনি ১৯৮১ সালে মাইক্রোসফটে যোগ দিলে ব্রডিও তার সাথে মাইক্রোসফটের ৭৭তম কর্মী হিসেবে যোগ দেন। এরপর মাত্র সাত মাসের মধ্যে তিনি মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম সংস্করণটি তৈরি করেন। পাশাপাশি সময়ে তিনি মাইক্রোসফটের জন্য প্রথম সি কমপ্লায়ার, নোটপ্যাডের মূল সংস্করণ এবং আইবিএম পিসি’র জন্য ওয়ার্ড তৈরি করেন। মাইক্রোসফট ছাড়ার পর তিনি দুইটি বেস্টসেলার বই লিখেন এবং পোকার খেলার সাথে জড়িত হন।
আরও পড়ুনঃ প্রযুক্তি ব্যক্তিত্ব : অ্যালান কুপার