Advertisement
আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রযুক্তি ব্যক্তিত্ব : মার্ক ইউয়িং । উন্মুক্ত অপারেটিং সিস্টেম হিসেবে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রেডহ্যাট লিনাক্সের। লিনাক্সের এই রেডহ্যাট সংস্করণটি বিশ্বব্যাপী ডেভেলপারদের অন্যতম পছন্দের একটি অপারেটিং সিস্টেম। আর এই রেডহ্যাটের জনক বলা যায় মার্ক ইউয়িংকে। ১৯৬৯ সালের ৯মে জন্মগ্রহণ করা মার্ক স্নাতক সম্পন্ন করেন ১৯৯২ সালে কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয় থেকে।
তখন থেকেই তিনি সকলের কাছে একজন কম্পিউটার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। আর তখন তিনি সবসময় লাল রঙের হ্যাট পরিহিত থাকতেন। কম্পিউটার বিষয়ে যেকেউ তার সাহায্য চাইলে ‘ম্যান ইন দ্য রেড হ্যাট’ বলে তাকে অভিহিত করতেন। এরপর তিনি লিনাক্স অপারেটিং নিয়ে কাজ শুরু করেন। লিনাক্সের এই নতুন সংস্করণের নাম প্রাথমিকভাবে রাখেন তার পরিহিত লাল হ্যাটের অনুসারে রাখেন ‘রেড হ্যাট’। পরবর্তীতে অবশ্য এই রেড হ্যাট নামটিই স্থায়ী হয়ে যায়। নব্বইয়ের মাঝামাঝিতে তিনি ‘৮৬ ওপেন প্রজেক্ট’-এর সাথেও জড়িত হয়ে কাজ করেন ইউয়িং।
আরও পড়ুনঃ প্রযুক্তি ব্যক্তিত্ব : রিচার্ড ব্রডি
Advertisement
Advertisement