আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রযুক্তি ব্যক্তিত্ব : অ্যালান কুপার । তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ‘ভিজ্যুয়াল বেসিক’ আধুনিক সব প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ভিজ্যুয়াল বেসিকের জনক বলা হয় অ্যালান কুপারকে। ১৯৫২ সালের ৩ জুন জন্ম নেওয়া কুপার স্থাপত্যবিদ্যা নিয়ে পড়ালেখা শুরু করেন। পড়ালেখা করার টাকা জোগাড় করতেই তিনি প্রোগ্রামিং শিখে খণ্ডকালীন একটি কাজ শুরু করেন। আইসিটি ওয়ার্ড নিউজ
আরও পড়ুনঃ প্রযুক্তি ব্যক্তিত্ব : রিচার্ড ব্রডি
সত্তরের দশকে কুপার ‘স্ট্রাকচারড সিস্টেম গ্রুপ’ নামে প্রথম একটি সফটওয়্যার কোম্পানি গড়ে তোলেন। পরে তিনি গর্ডন ইউব্যাংকস-এর সাথে ‘সি বেসিক’ নিয়ে কাজ শুরু করেন। মাইক্রোসফটের বিল গেটস এবং পল অ্যালেনের তৈরি ‘মাইক্রোসফট বেসিক’-এর শুরুর দিকের প্রতিদ্বন্দ্বী ছিলো এই সি বেসিক। পরে তিনি ১৯৮৮ সালে উইন্ডোজের জন্য ভিজ্যুয়াল বেসিক তৈরি করেন। ভিজ্যুয়াল বেসিক ছাড়াও ‘অ্যাবাউট ফেস৩: দ্য অ্যাসেনশিয়াল অফ ইন্টার্যাকশন ডিজাইন’ এবং ‘দ্য ইনমেটস আর রানিং দ্য অ্যাসাইলাম: হোয়াই হাই-টেক প্রোডাক্টস ড্রাইভ আস ক্রেজি অ্যান্ড হাউ রিস্টোর দ্য স্যানিটি’ শীর্ষক দুইটি বইয়ের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুনঃ তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি