আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন অপেশাদার নভোচারীরা । স্পেসএক্স’র ক্যাপসুল থেকে বের হয়ে প্রথম স্পেসওয়াক করেছেন পোলারিস ডন মিশনের দুই নভোচারী। পুরো ব্যাপারটি লাইভ স্ট্রিম তথা সরাসরি সম্প্রচার করা হয়।
বিবিসির প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান (৪১) স্পেসএক্স’র মহাকাশযান থেকে বের হন এবং মহাকাশে হাঁটেন। এর মধ্যদিয়ে মহাকাশে হাঁটা প্রথম অপেশাদার নভোচারী হওয়ার খ্যাতি অর্জন করলেন তিনি।
মহাকাশযান থেকে বের হয়ে মহাকাশে হাঁটার সময় নভোচারী আইজ্যাকম্যান বলেন, ‘বাড়িতে আমাদের সকলের অনেক পড়ে আছে। কিন্তু এখান থেকে পৃথিবী নিশ্চিতভাবে একটি নিখুঁত বিশ্বের মতো দেখাচ্ছে।
আরও পড়ুনঃ মহাকাশে যোগাযোগের মাধ্যম হবে লেজার প্রযুক্তি
এরপর আইজ্যাকম্যানকে অনুসরণ করে মহাকাশযান থেকে বের হয়ে আসেন মিশন বিশেষজ্ঞ সারাহ গিলিস। এ সময় অন্য দুই সঙ্গী স্কট পোটিট ও আনা মেনন মহাকাশযানের মধ্যে ছিলেন।
গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে মহাশূন্যের উদ্দেশে রওনা হন এই চার মহাকাশচারী। মহাশূন্যে পৌঁছে তারা স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে সওয়ার হন।
এতদিন কেবল সরকারি উদ্যোগে কঠোর প্রশিক্ষণপ্রাপ্ত নভোচারীরাই স্পেসওয়াকের জন্য নির্বাচিত হতেন। ২০০০ সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তাদের তত্ত্বাবধানে প্রায় ২৭০টি স্পেসওয়াক হয়েছে। আর চীনের তিয়ানগং স্পেস স্টেশনের মাধ্যমে হয়েছে ১৬টি।
❑ মহাকাশ ও বিজ্ঞান থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ চাঁদে সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল