আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: পোরশে প্যানামেরা আসছে শক্তিশালী ইঞ্জিনে । ২০২৪ পোরশে প্যানামেরা মডেলের গাড়িতে ৩৪৮ হর্সপাওয়ার ক্ষমতার শক্তিশালী ইঞ্জিন থাকায় মাত্র পাঁচ সেকেন্ডে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারে। শুধু তা–ই নয়, আগের মডেলের তুলনায় ২৩ হর্সপাওয়ার বেশি ক্ষমতার ইঞ্জিন থাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৬৯ মাইল গতিতে পথ চলতে পারে গাড়িটি। এ ছাড়া পোরশে প্যানামেরার ফোর অল হুইল মডেলের গাড়িটি ৪ দশমিক ৭ সেকেন্ডে ঘণ্টায় ৬০ মাইল গতি তোলার পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ১৬৮ মাইল গতিতে পথ চলতে পারে।
২ দশমিক ৯ লিটারের ভি-৬ টার্বো শক্তিশালী ইঞ্জিন, গাড়ির ভেতরে হালনাগাদ প্রযুক্তি যোগ করার পাশাপাশি উন্নত নকশায় যুক্তরাষ্ট্রের বাজারে আসছে একাধিক মডেলের পোরশে প্যানামেরা।
আরও পড়ুনঃ ২০২৪ সালের জন্য সেরা ছয় গাড়ি
প্যানামেরা টার্বো ই-হাইব্রিড সংস্করণের গাড়িও বাজারে আনতে যাচ্ছে পোরশে। গাড়িটিতে চার লিটারের টুইন টার্বো ভি-৮ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে একটি ইলেকট্রিক মোটরও রয়েছে। ইলেকট্রিক মোটরটিতে হালনাগাদ প্রযুক্তির ডুয়াল ক্লাস ট্রান্সমিশন সুবিধা থাকায় মাত্র তিন সেকেন্ডেই ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারে গাড়িটি।
প্যানামেরার অভ্যন্তরীণ নকশা অনেকটা পোরশের টাইকান ইলেকট্রিক সেডান গাড়ির আদলে তৈরি করা হয়েছে। আর তাই গাড়িগুলোর ড্যাশবোর্ডে ১২ দশমিক ৬ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মূল স্পর্শনির্ভর ডিসপ্লের পাশাপাশি যাত্রীদের জন্যও ১০ দশমিক ৯ ইঞ্চি পর্দার আলাদা ডিসপ্লে রয়েছে। এর ফলে পেছনের আসনে থাকা যাত্রীরাও গান পরিবর্তনসহ গাড়ির বিভিন্ন সুবিধা নিয়ন্ত্রণ করতে পারবেন।
২০২৪ পোরশে প্যানামেরার দাম শুরু হবে ১ লাখ ১ হাজার ৫৫০ মার্কিন ডলার থেকে। আর পোরশে প্যানামেরা ফোরের দাম শুরু হবে ১ লাখ ৮ হাজার ৫৫০ মার্কিন ডলারে। আগামী বছরের শুরুতে গাড়ি দুটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। তবে প্যানামেরা হাইব্রিড গাড়িটি কবে বাজারে আসবে বা দাম কত হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পোরশে।
সূত্র: অটোমোটিভ নিউজ
আরও পড়ুনঃ রয়্যাল এনফিল্ড আনলো হিমালয়ান ৪৫০