আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: পাসওয়ার্ডের বাংলা কি জানেন ? পাসওয়ার্ড (password)। পরিচিত একটি শব্দ। মোবাইল থেকে শুরু করে কার্ড, কম্পিউটার থেকে শুরু করে ল্যাপটপ— সবকিছুতেই এর ব্যাবহার দেখা যায়। মূলত বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, গ্যাজেট কিংবা ডিভাইসকে সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড ব্যবহৃত হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ইংরেজি এই শব্দটির অর্থ অনেকেই জানেন না।
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এখন যেকোনো বিষয়ের সঙ্গে পাসওয়ার্ড জড়িত। অনলাইন অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংকিং বা এটিএম কার্ড সবক্ষেত্রেই পাসওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হয়, পাসওয়ার্ড যত জটিল হবে, অ্যাকাউন্ট তত বেশি সুরক্ষিত থাকবে।
আরও পড়ুনঃ
টেক বিশেষজ্ঞদের মতে, অনলাইন অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে বছরে অন্তত দুই বার পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। আপনি কি জানেন, পাসওয়ার্ডকে বাংলায় কী বলে?
পাসওয়ার্ড হলো এমন একটি শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায়। পাসওয়ার্ড হলো গোপনীয় একটি বিষয়। এটি অন্য কারো কাছ থেকে গোপন রাখা হয়, অনাকাঙ্খিত প্রবেশ ঠেকাতে।
পাসওয়ার্ডের অর্থ কী?
পাসওয়ার্ডের বাংলা অর্থ সংকেত। এর অন্য বাংলা অর্থ হলো গুপ্ত বা গোপন মন্ত্র। এখানেই শেষ নয়। বাংলায় পাসওয়ার্ডের অর্থ গোপন চাবি, সাংকেতিক শব্দ ইত্যাদি। তবে বাংলা যত অর্থ বা পরিশব্দ থাকুক না সবাই ইংরেজিতেই এই শব্দটি বলতে ভালোবাসেন।
আরও পড়ুনঃ ঘরে বসে আয় করার ১০টি উপায়