আইসিটি ওয়ার্ল্ড নিউজ: পত্রিকার পথচলা: ইতিহাস বিবর্তন ও বর্তমান বাস্তবতা । পত্রিকা মানুষের সংবাদ জানার এক শক্তিশালী মাধ্যম। সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতির আয়নায় পত্রিকা একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি। একসময় হাতের ছাপা কাগজে সকাল শুরু হতো, আর আজ অনেকেই খবর পড়েন মোবাইল স্ক্রিনে। চলুন জেনে নিই পত্রিকার যাত্রাপথ।
১। প্রথম পত্রিকা কবে প্রকাশিত হয়:
✪ বিশ্বের প্রথম পত্রিকা ধরা হয় “Acta Diurna”, যা প্রাচীন রোমে খ্রিস্টপূর্ব ৫৯ সালে প্রকাশ হতো।
✪ ছাপাখানার আবিষ্কারের পর ১৬০৫ সালে জার্মানিতে প্রকাশিত হয় Relation — যাকে প্রথম ছাপানো পত্রিকা ধরা হয়।
✪ ইংরেজিতে প্রথম নিয়মিত পত্রিকা ছিল The Oxford Gazette (১৬৬৫)।
২। বাংলাদেশে (তৎকালীন ভারত উপমহাদেশে) পত্রিকার সূচনা:
✪ উপমহাদেশে প্রথম পত্রিকা ছিল হিকির বেঙ্গল গেজেট (১৭৮০), কলকাতা থেকে প্রকাশিত।
✪ বাংলা ভাষায় প্রথম পত্রিকা ছিল সমাচার দর্পণ, প্রকাশিত হয় ১৮১৮ সালে।
৩। পত্রিকার বিবর্তন:
✪ প্রথমে ছিল সাপ্তাহিক, পরে দৈনিক পত্রিকার প্রচলন শুরু হয়।
✪ ১৯শ–২০শ শতকে পত্রিকা হয়ে ওঠে জনমত গঠনের প্রধান মাধ্যম।
✪ সংবাদ সংগ্রহ, সম্পাদকীয়, কার্টুন, ফিচার – সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ গণমাধ্যমে রূপ নেয়।
আরও পড়ুন:
❒ এয়ার কন্ডিশনারের বিবর্তন: আবিষ্কার থেকে আধুনিক যুগ পর্যন্ত
❒ ফ্রিজ বা রেফ্রিজারেটর: খাদ্য সংরক্ষণে এক যুগান্তকারী আবিষ্কার
❒ ইন্টারনেট আবিষ্কার এবং বর্তমান যুগে এর গুরুত্ব
❒ বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস সুবিধা ও চ্যালেঞ্জ
❒ মোবাইল ফোনের যুগান্তকারী আবিষ্কারের কাহিনী জানুন
❒ টয়লেট টিস্যু আবিষ্কার হলো কিভাবে
৪। বর্তমান যুগে পত্রিকা:
✪ এখন ছাপা পত্রিকার পাশাপাশি আছে অনলাইন পোর্টাল, নিউজ অ্যাপ, ই-পেপার।
✪ দ্রুত আপডেট, ছবি, ভিডিওসহ খবর পাঠকের হাতে পৌঁছে যায় মুহূর্তেই।
✪ অনেক পত্রিকা এখন কেবলমাত্র ডিজিটাল সংস্করণে প্রকাশিত হয়।
পত্রিকার যাত্রা রোমের দেয়াল থেকে শুরু হয়ে আজ স্মার্টফোনের স্ক্রিনে পৌঁছেছে। প্রযুক্তির অগ্রগতিতে এর রূপ বদলেছে, কিন্তু মানুষের তথ্য জানার তৃষ্ণা পূরণে এর প্রয়োজনীয়তা এখনো অম্লান।
❑ আবিষ্কার ও আবিষ্কারক থেকে আরও পড়ুন
আরও পড়ুন: রেডিওর রহস্যভেদ: বাতাসে ভেসে আসা শব্দের ইতিহাস