ঢাকা, বিকাল ৪:৫৩, রবিবার, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
Advertisement

আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: পকেট এসি শার্টের কলারে রাখলেই শরীর থাকবে ঠান্ডা । গরমের যা অবস্থা, এসি সঙ্গেই নিয়ে বাইরে বের হওয়ার সময় হয়েছে যেন। কিন্তু সেই সুযোগ নেই। মস্ত বড় এসি সঙ্গে নিয়ে বয়ে বেড়ানোর চিন্তাই করা যায় না। তবে আপনার যদি থাকে পকেট এসি তবে আপনি সারাদিন থাকবেন কুল কুল। সনি আনল এই পকেট এসি। যা শার্টের কলারে রাখলেই শরীর থাকবে ঠান্ডা।

একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন এই এসির নাম সনি রিওন পকেট ৫। এতে রয়েছে বিশেষ থার্মো মডিউল সেন্সর, রিওন পকেট ট্যাগ, অ্যাপ সাপোর্ট এবং অটো ফাংশন। খুব সহজেই এটি পরা যায়। একবার সুইচ টিপলেই হু হু করে খেলে যাবে ঠান্ডা হাওয়া।

জামার পেছনে অর্থাৎ কলারে ঝুলিয়ে দিতে হবে এই এসি। সম্পূর্ণ ক্লাইমেট কন্ট্রোল ফিচার রয়েছে এতে। বেশ কয়েকটি সেন্সর দেওয়া হয়েছে – তাপমাত্রা, আর্দ্রতা, এবং মোশন। যাতে সর্বোচ্চ আরাম দেওয়া যায়। উল্লেখযোগ্য বিষয় হল, এটি কুলিং ও হিটিং দুই করতে পারে। অর্থাৎ গরমকালের পাশাপাশি শীতকালেও ব্যবহার করা যাবে।

Advertisement

আরও পড়ুনঃ এআই চশমা এয়ার গ্লাস ৩ উন্মোচন করলো অপো

এই পকেট এসিতে পাঁচটি কুলিং লেভেল রয়েছে। ইউজার তার ইচ্ছা মতো কুলিং লেভেল সেট করে রাখতে পারেন। রিওন পকেট ট্যাগও সাপোর্ট করে এই ডিভাইসের সঙ্গে যা রিমোট সেন্সর হিসাবে কাজ করে। যা আপনার চাহিদা অনুযায়ী কুলিং দিতে থাকবে। এই ডিভাইসের জন্য একটি রিওন নামের অ্যাপও এনেছে সংস্থা। যা আইওএস এবং অ্যানড্রয়েড দুই ফোনেই সাপোর্ট করে।

ব্লুটুথের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এই পকেট এসি, বেশ কয়েকটি কন্ট্রোল বাটন রয়েছে যা দিয়ে তাপমাত্রা কমাতে ও বাড়ানো যাবে। এছাড়াও রয়েছে একটি স্টার্ট/স্টপ বাটন যা দিয়ে ইচ্ছা মতো এসি অন/অফ করা যাবে।




সনি রিওন পকেট এসির সুবিধা হল এটি যখনই কলারে অ্যাটাচ করবেন, তখনই এটির কুলিং বা হিটিং শুরু হয়ে যাবে। অর্থাৎ ম্যানুয়ালি কিছু করতে হবে না।

এর আগে এই ডিভাইসের চারটি সংস্করণ লঞ্চ করেছে। এটি পঞ্চম সংস্করণ। আসল মডেলটি লঞ্চ হয়েছিল ২০১৯ সালে। নতুন যে পকেট এসি লঞ্চ হয়েছে তা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যদিও বর্তমানে এটি নির্দিষ্ট কয়েকটি দেশেই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ ৪কে ফিচারের গেমিং মাউস নিয়ে এল র‍্যাপো

Advertisement
Share.
Leave A Reply

Advertisement
Advertisement
Exit mobile version