আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে ইলন মাস্ক । সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের প্রধান ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ককে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন নরওয়ের এমপি মরিয়াস নিয়েলসেন। সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
হিন্দুস্তান টাইমস জানায়, বাক স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়ায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ককে। মরিয়াস নিয়েলসেন বলেন, ইলন মাস্কের কোম্পানিগুলো পৃথিবীকে আরও নিরাপদ ও সংযুক্ত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে।
মাস্ককে শান্তিতে নোবেল দেয়ার পক্ষে মরিয়াস নিয়েলসেন যুক্তি দিয়ে বলেন, ‘সংলাপ, বাকস্বাধীনতা, নিজের মতামত প্রকাশে কাজ করা ও মুক্তচিন্তার জন্য নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য মাস্ক।’
উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেন ইলন মাস্ক। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখেন ‘এক্স’। বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক হিসেবে সুপরিচিত ব্যবসায়ী মাস্কের মালিকানাধীন স্পেসএক্স নতুন মাত্রা যোগ করেছে মহাকাশবিজ্ঞানেও।
আরও পড়ুনঃ নোবেল পুরস্কার প্রাপ্তদের তালিকা (১৯০১-২০২৩)
এদিকে, চলতি বছরের অক্টোবরে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। চূড়ান্ত মনোনীতদের তালিকা অবশ্য এখনও তৈরি হয়নি।
এদিকে নরওয়ের আরেক সংসদ সদস্য সোফি মারহাগ উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘অ্যাসাঞ্জ পশ্চিমাদের যুদ্ধাপরাধ জনসমক্ষে প্রকাশ করে শান্তির পক্ষে কাজ করেছেন। যুদ্ধ বন্ধ করতে চাইলে আমাদের জানতে হবে, এই যুদ্ধ আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে। যুদ্ধবন্দীদের সঙ্গে যে অমানবিক ব্যবহার করা হয় বা তাঁদের যেভাবে নির্যাতন করা হয়, অ্যাসাঞ্জ তা উন্মোচিত করেছেন। ফলে তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন।’
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ক্লডিয়া টেনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন। শুধু এবারই নয়, ট্রাম্প আগেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
আরও পড়ুনঃ নোবেল পুরস্কার বিজয়ী মুসলিমদের তালিকা