আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: নোবিপ্রবি শিক্ষার্থী তৈরি করলেন মোবাইল অ্যাপ । নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী জাহিদুল জাহিন তৈরি করেছেন ‘নোট মেকার এআই’ নামের একটি মোবাইল অ্যাপ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জেআর ক্রিয়েটিভ স্টুডিও নামের ডেভেলপার কোম্পানি থেকে তিনি এই অ্যাপটি প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার জাহিনের তৈরি এই অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ পায়। তার তৈরি অ্যাপটির আকার ১১ মেগাবাইট। শিক্ষা ক্যাটাগরির অন্তর্ভুক্ত এই অ্যাপ ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। শিক্ষার্থীরা চাইলেই প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ এক্সবক্সে আগামী বছর ফাইনাল ফ্যান্টাসি ১৪
অ্যাপটির কাজ সম্পর্কে জানতে চাইলে জাহিদুল জাহিন বলেন, ‘এই অ্যাপটি মূলত আমাদের মত ভার্সিটির এবং অন্যান্য স্টুডেন্টদের টার্গেট করে বানানো, যা দিয়ে শিক্ষার্থীরা কয়েকটি ক্লিকেই তাদের চাহিদা অনুযায়ী যেকোনো টপিকের উপরে ভালো একটি নোট পেয়ে যাবেন। এই অ্যাপটির ব্যবহারও খুব সহজ।
তিনি আরো বলেন, এই অ্যাপে হালের বিখ্যাত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্টিগ্রেশন করা হয়েছে, যা গুগলসহ বিভিন্ন বিখ্যাত সার্চ ইঞ্জিনে অ্যাভেলেইবল তথ্য থেকে শিক্ষার্থীদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তথ্য খুঁজে নোট রেডি করে দেবে। এই অ্যাপের বিশেষ ফিচার হলো এটি ইউজারের ইমেইল ছাড়া কোনো তথ্য স্টোর করবে না এবং তা অন্য কোথাও শেয়ার করবে না। এছাড়াও এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, ‘একবার নোট পাবার পরে চাইলে কোনো কিছু অ্যাড বা মডিফাইয়ের জন্য শিক্ষার্থীরা চ্যাটের মাধ্যমে মেসেজ সেন্ড করতে পারবে এবং সে অনুযায়ী মডিফাইড নোট পেয়ে যাবে। অ্যাপসটি বর্তমানে সম্পূর্ণ ফ্রি।’
আইনের ছাত্র জাহিদুল জাহিন আরো বলেন, ‘আগামীতে আরও কিছু অ্যাপ আসবে, যার মধ্যে একটি হচ্ছে কেইস মাস্টার এআই, যা দিয়ে আইন ব্যাকগ্রাউন্ডের সবাই যেকোনো কেস স্টাডি বা মামলার রেফারেন্স এআই দিয়ে খুব সহজে পেয়ে যাবেন।’
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু