আইসিটি ওয়ার্ল্ড নিউজ: নেট নেই? এই ৩টি অ্যাপ অফলাইনে চালাবে অফিসের কাজ ! ইন্টারনেট না থাকলেও অফিসের কাজ থেমে থাকবে না। নিচের ৩টি অ্যাপ অফলাইনে কাজ করতে সক্ষম, যা আপনার মোবাইলেই চালাতে পারবেন।
১। Google Docs, Sheets & Slides
কাজ: ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরি ও সম্পাদনা।
অফলাইনে ব্যবহার:
► ফাইল খুলে তিন ডট মেনুতে যান।
►”Available offline” অপশন চালু করুন।
► ইন্টারনেট ছাড়াই সম্পাদনা করুন; সংযোগ ফিরে এলে স্বয়ংক্রিয়ভাবে সিঙ্ক হবে।
২। WPS Office
কাজ: Word, Excel, PowerPoint ফাইল তৈরি ও সম্পাদনা।
অফলাইনে ব্যবহার:
► অ্যাপটি খুলে প্রয়োজনীয় ফাইল খুলুন বা নতুন তৈরি করুন।
► ইন্টারনেট ছাড়াই সম্পাদনা করুন; সংযোগ ফিরে এলে সিঙ্ক হবে।
আরও পড়ুন:
❒ যে Gmail ট্রিকসগুলো আপনি জানতেন না!
❒ ১ মিনিটে আপনার মোবাইল দ্রুত করুন-৩টি সেটিংস অফ করলেই হবে!
❒ জিমেইলের ১০টি সেটিংস যা আপনার সময় বাঁচাবে
❒ PowerPoint প্রেজেন্টেশন সুন্দর করার ৫টি গোপন কৌশল
❒ ক্লাউড স্টোরেজ কী ও কিভাবে গুগল ড্রাইভ ব্যবহার করবেন
❒ ইন্টারনেট ব্যবহারে ১০টি নিরাপত্তা টিপস — সবাই ভুল করে!
৩। Microsoft To Do
কাজ: টাস্ক ও টুডু লিস্ট তৈরি ও পরিচালনা।
অফলাইনে ব্যবহার:
► অ্যাপটি খুলে নতুন টাস্ক যোগ করুন বা সম্পাদনা করুন।
► ইন্টারনেট ছাড়াই কাজ করুন; সংযোগ ফিরে এলে সিঙ্ক হবে।
এই অ্যাপগুলো ইন্টারনেট ছাড়াই অফিসের কাজ চালিয়ে যেতে সাহায্য করবে। প্রয়োজনীয় ফাইল বা টাস্ক অফলাইনে সম্পাদনা করে সংযোগ ফিরে এলে সিঙ্ক করুন।
❑ আইসিটি টিপস থেকে আরও পড়ুন
আরও পড়ুন: আপনার ছবি থেকে টেক্সট কপি করুন-স্মার্ট ফোনেই!