আইসিটি স্পোর্টস ডেস্ক: নিষিদ্ধ হতে পারে ব্রাজিল ফুটবল । সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল জাতীয় দলের। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ধুঁকতে থাকা সেলেসাওরা এবার পড়েছে নিষেধাজ্ঞার হুমকিতে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ কার্যক্রমে বাইরের হস্তক্ষেপ থাকায় রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। এই হুঁশিয়ারি অমান্য করলে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে সমস্যায় পড়তে পারে ব্রাজিল।
গত বছরের নির্বাচনে বিজয়ী হয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পান এদনালদো রদ্রিগেজ। তবে ওই নির্বাচনে অনিয়মের অভিযোগে গত ৭ই ডিসেম্বর তাকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় রিও ডি জেনেইরোর আদালত।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনেইরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন সেটিকে অবৈধ ঘোষণা করেছে আদালত। একইসঙ্গে এদনালদোর নিয়োগ দেয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়।
একজন প্রশাসককে ফেডারেশনের দায়িত্বও দেয়া হয় এবং তার অধীনে (দায়িত্ব হস্তান্তরের) ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশও দেয় আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন বরখাস্ত হওয়া সভাপতি এদনালদো রদ্রিগেজ। কিন্তু সেখানেও আদালতের রায় বহাল রাখা হয়। এরপরই নড়েচড়ে বসে ফিফা।
আরও পড়ুনঃ ২০৩০ ফুটবল বিশ্বকাপ তিন মহাদেশের ৬ দেশে
সিবিএফকে পাঠানো বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সতর্কবার্তায় বলা হয়, সিবিএফের বাইরের হস্তক্ষেপ বন্ধ না হলে বোর্ডের ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। আর তা হলে ব্রাজিল জাতীয় দল এবং দেশটির কোনো ক্লাব আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিফার হুঁশিয়ারি উপেক্ষা করলে ব্রাজিল ফুটবল দল নিষিদ্ধ হবে। এতে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায় অংশগ্রহণ বাতিল হতে পারে সেলেসাওদের। তাছাড়া ২০২৬ বিশ্বকাপ খেলাও পড়বে অনিশ্চয়তায়।
ফিফা এক চিঠিতে ব্রাজিল ফুটবল সংস্থাকে জানিয়েছে, ব্রাজিল ফুটবলের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর যে তৎপরতা চলছে তা অব্যাহত থাকলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল।
আরও পড়ুনঃ আর্জেন্টিনার কাছে হারল ব্রাজিল