আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: নাথিং প্রথমবারের মতো স্মার্টওয়াচ আনল । দুনিয়ার প্রথম স্বচ্ছ স্মার্টফোন এনে আলোচনায় এসেছিল নাথিং। সেই কোম্পানি এবার স্মার্টওয়াচ আনল। এসব ডিভাইস বাজারে আনতে নাথিং সিএমফ নাথিং নামের আলাদা একটি ব্র্যান্ড চালু করেছে।
নাথিংয়ের তৈরি প্রথম ওয়াচের নাম সিএমএফ ওয়াচ প্রো। সম্প্রতি বাজারে আসা এই গ্যাজেটটির দ্বিতীয় সফটওয়্যার আপডেট ছেড়েছে নাথিং। যার ফলে স্মার্টওয়াচটি আগের থেকে আরও উন্নত হয়েছে।
নতুন আপডেটের নম্বর 11.0.0.41। এই সফটওয়্যার আপডেট পেয়ে গেলে সিএমএফ ওয়াচ প্রো ব্যবহারকারীরা একাধিক নতুন ফিচার্স ব্যবহার করতে পারবেন। ফলে, ইউজার এক্সপিরিয়েন্স আরও চমৎকার হবে।
আরও পড়ুনঃ নয়েজের নতুন স্মার্টওয়াচ বাজারে
নতুন আপডেটে নাথিংয়ের ঘড়ি ব্যবহারকারীরা যেসব সুবিধা পাবেন-
ঘড়িটি এবার সিঙ্ক কনট্য়াক্টের নামগুলো আগের থেকে আলো ভালোভাবে দেখাবে। ফলে, ইনকামিং কলের ক্ষেত্রে আরও সুবিধা হবে এটা বুঝতে যে কে কল করছেন।
অন্যান্য ডিভাইসের সঙ্গে ঘড়িটি পেয়ার করা এখন আগের থেকে আরও সহজ হয়ে গেল। তার জন্য দেওয়া হয়েছে একটি আপডেটেড কিউআর কোড সিস্টেম।
ফিটনেস ফ্রিকরা এই স্মার্টওয়াচের সাহায্যে এখন আগের তুলনায় আরও নিখুঁত ডেটা পাবেন।
ল্যাঙ্গুয়েজ সেটিংসও রিভাইস করা হয়েছে। ওয়াচ সেটিংসে ল্যাঙ্গুয়েজের অর্ডার শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে সহজ ইউজার নেভিগেশনের জন্য।
ডিফল্ট ডায়াল নিউমেরিক্যাল ডিসপ্লে এখন আরও উন্নত রিডেবিলিটি অফার করবে, যার দ্বারা ব্যবহারকারীরা খুব দ্রুততার সঙ্গে টাইম চেক করতে পারবেন।
ঘড়ির বেশ কিছু ফাংশান পেজ নতুন করে সাজানো হয়েছে।
বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে, ফলে ঘড়িটি এখন কোনও ল্যাগ ছাড়াই ব্যবহার করা যাবে।
কীভাবে আপডেট করবেন
লেটেস্ট ভার্সনটি আপডেট করতে আপনাকে যেতে হবে ওয়াচ প্রো অ্যাপে অ্যাপে। সেখান থেকে ডিভাইস আপডেটস অপশনটি ট্যাপ করুন এবং সবশেষে 11.0.0.40 ভার্সনটি আপগ্রেড করে নিন।
আরও পড়ুনঃ রসুন খাওয়ার আশ্চর্যজনক উপকারিতা